পেট ভাল থাকলেই নাকি সব ভাল থাকে। ছবি : সংগৃহীত
শরীর সুস্থ এবং নিরোগ রাখার প্রথম শর্তই হল পেট পরিষ্কার রাখা। প্রতিদিনের খাবার ঠিক মতো হজম হওয়া, শরীর থেকে বর্জ্য বেরিয়ে যাওয়া একটি প্রক্রিয়া। অনেকেই বলে থাকেন, শরীরের বেশির ভাগ রোগের উৎস পেট। পেট ভাল থাকলেই নাকি সব ভাল থাকে। এই প্রক্রিয়া কোনও ভাবে বিঘ্নিত হলে, নানা রকম রোগের উপদ্রব বাড়ে।
চিকিৎসকদের মতে, এটি খুবই সাধারণ একটি সমস্যা। পরিমাণ মতো জল এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেলে, একটু-আধটু শরীরচর্চা করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তবে ঋতু পরিবর্তনের সময়ে একটু বেশি সতর্ক থাকতে হয়। এই সমস্যা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে কোলন ক্যানসারের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজ রাতে ইসবগুল খেয়ে থাকেন। কিন্তু অনেক দিন ধরে একই জিনিস খেতে থাকলে এই ক্ষেত্রে কাজ না-ও করতে পারে।
পুষ্টিবিদদের মতে, ওষুধ বা বিশেষ কিছুর উপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক উপায়ে পেট পরিষ্কার রাখার চেষ্টা করুন। সব ঋতুতেই পাওয়া যায় আনারস। তা খেলে কোষ্ঠ সাফ করার জন্য কোনও ওষুধের উপর নির্ভর করতে হবে না। আনারসের রসও খেতে পারেন। তবে রস ছেঁকে ফাইবার বাদ চলে গেলে খুব একটা উপকার হবে না। তাই আনারস ভাল করে কেটে, ধুয়ে পরিষ্কার করে তবেই খাবেন।
আনারস ভাল করে কেটে, ধুয়ে পরিষ্কার করে তবেই খাবেন। ছবি : সংগৃহীত
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি দিক যেমন জল এবং সঠিক খাবার খাওয়া। তেমন আর একটি গুরুত্বপূর্ণ দিক হল অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করা। অন্ত্র ভাল রাখতে গেলে অবশ্য শুধু আনারস খেলেই হবে না। খেতে হবে টাটকা, সবুজ শাক-সব্জি। যাতে জল এবং ফাইবারের পরিমাণ বেশি। এই জল এবং ফাইবার অন্ত্র শোষণ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।