child

Child Care: লেখাপড়া নয়, খেলায় বেশি মন বাড়ির শিশুটির? এতে কোনও ক্ষতি হতে পারে কি

শিশুরা সব ছেড়ে পড়ায় বেশি মন দিলে কি ভাল হয়? তা কিন্তু নয়। বরং শিশুরা কিছুটা খেলা, ব্যায়ামের মতো কাজে যুক্ত থাকলে সামগ্রিক উন্নতি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ২০:২০
Share:

জেনে রাখা জরুরি যে, শিশুদের ক্ষেত্রে খেলার কোনও বিকল্প হয় না।

বাড়ির শিশুটির পড়ায় মন বসে না? সারা দিন খেলে বেড়ায়? তা নিয়ে চিন্তায়?

Advertisement

বাঙালি বাড়িতে এমন চিন্তা হয়েই থাকে। একটিও বইয়ে যদি চোখ দিতে না চায় শিশু, এর চেয়ে চিন্তার কম জিনিসই থাকে। কিন্তু শিশুটির খেলায় মন না থাকলে চিন্তা হয় কি?

যদি চিন্তা না হয়, সেটিও কিন্তু চিন্তার কারণ।

Advertisement

জেনে রাখা জরুরি যে, শিশুদের ক্ষেত্রে খেলার কোনও বিকল্প হয় না। যত সচল থাকবে শিশু, ততই যে তরতাজা হবে তার মন। আর এর সঙ্গেই জড়িয়ে রয়েছে শিশুর মানসিক বিকাশের প্রসঙ্গ।

শিশুরা নিয়মিত খেলা এবং ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকলে নানা দিক দিয়ে উপকার হয় তাদের।

এ ছাড়াও, শিশুরা নিয়মিত খেলা এবং ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকলে নানা দিক দিয়ে উপকার হয় তাদের। হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে, কথায় কথায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা কমে। এর সঙ্গেই কর্মক্ষমতা বাড়ে। নিয়ন্ত্রণে থাকে ওজনও। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে শরীর সুস্থ-সবল হয়। তাতে শান্ত থাকে শিশুর মন।

এর প্রভাবে উন্নত হয় সব কাজই। মন বসে লেখাপড়াতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement