চোখের পাতাতেও খুশকি হচ্ছে? দূর হবে কী করে? ছবি: ফ্রিপিক।
শীতকাল এলেই খুশকির সমস্যা ভয়ানক বেড়ে যায়। রুক্ষ চুলে গিজগিজ করতে থাকে খুশকি। শ্যাম্পু, কন্ডিশনার দিয়েও যেতে চায় না। তবে খুশকি যে শুধু চুলে হয় তা নয় কিন্তু, অনেকের চোখের পাতাতেও হয়। চুলের খুশকি দূর করতে দেরি হলেও ততটা সমস্যা নেই, কিন্তু চোখের পাতার খুশকি যদি বাড়তে থাকে তাহলেই মুশকিল। চোখে ঢুকে তা সংক্রমণের কারণ হতে পারে। ক্ষতি করতে পারে কর্নিয়ার।
চোখের পাতায় খুশকি কেন হয়?
এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের চক্ষু চিকিৎসক এসএন ঝা। তিনি জানিয়েছেন, আঁখিপল্লবে খুশকি কেন হচ্ছে, তার অনেক কারণ থাকতে পারে। প্রথমত, মাথার খুশকি চোখে আসতে পারে। দ্বিতীয়ত, চোখের পাতায় যদি ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয়, তা হলে তার থেকেও খুশকি হতে পারে। আরও কিছু কারণ থাকতে পারে। যেমন, অ্যালার্জির সমস্যা যাঁদের থাকে এবং ঘন ঘন চোখ চুলকায়, চোখ থেকে জল পড়ার সমস্যা থাকে, তাঁদেরও এমন হতে পারে। কোনও কারণে ছত্রাকের সংক্রমণ হলেও চোখের পাতায় খুশকির সমস্যা দেখা দিতে পারে। যাঁরা চোখের মেকআপ ঠিকমতো মোছেন না, মাস্কারা বা কাজল পরেই শুয়ে পড়েন, তাঁদেরও এই সমস্যা দেখা দেয়।
চোখের পাতায় খুশকি বাড়তে থাকলে চোখে জ্বালা করবে, সবসময়ে চোখ চুলকাবে। লাল হয়ে যাবে। ঘুম থেকে ওঠার সময়ে দেখবেন পিচুটিতে উপরের ও নীচের চোখের পাতা জুড়ে গিয়েছে। চোখে আলো পড়লে কষ্ট হবে।
কতটা ক্ষতিকর?
চোখের পাতা ঝরতে শুরু করবে। খুশকির কারণে কর্নিয়ার ক্ষতি হতে পারে। চোখে প্রদাহ বা যন্ত্রণা হতে পারে। শুষ্ক চোখ বা ‘ড্রাই আই’-এর সমস্যাও দেখা দিতে পারে। ‘ক্রনিক আই ইনফেকশন’-এর কারণ হতে পারে খুশকি। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, খুশকি থেকে কনজাঙ্কটিভাইটিস বা কেরাটাইটিসের মতো চেখের সংক্রমণ জনিত অসুখও হয়েছে।
চোখের পাতার খুশকি দূর করতে নিয়মিত ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদামের তেল লাগালেও উপকার পেতে পারেন। চুলের যত্নে খাঁটি নারকেল তেলের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চোখের পাতাতেও যদি এমন সমস্যা হয়, নারকেল তেল একই ভাবে কাজ করতে পারে।