Kareena Kapoor Khan

হাতে আঁকা টকটকে লাল চুড়িদার পরে মোদীর সঙ্গে সাক্ষাৎ করিনার! সাজে টেক্কা দিলেন আলিয়াকেও

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পোশাকের ব্যাপারে নিয়মকানুন মেনে চলতে হয়। সংযত এবং ফর্মাল পোশক পরাই রীতি। করিনা পরেছিলেন গাঢ় লাল রঙের একটি লম্বা হাতা, গলাবন্ধ কামিজ। তাতে রুপোলি রঙের তুলির কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩
Share:

করিনা কপূর খান। ছবি : ইনস্টাগ্রাম।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত। দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাস ভবনে পরিবারের সঙ্গে গিয়েছিলেন করিনা কপূর খান। সেই সাক্ষাতে করিনার পোশাক দেখে মুগ্ধ জনগণ। করিনার সাজের ভূয়সী প্রশংসা করে তাঁরা বলছেন, সাজের ব্যাপারে অভিনেত্রীর পরিমিতি বোধ শেখার মতো। তিনি জানেন কোথায় ঠিত কতটুকু সাজতে হয়। বলিউডের বহু অভিনেত্রীরই সেই বোধ নেই।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের সিনেমাজগতের পিতৃপ্রতীম রাজ কপূরের জন্মশতবার্ষিকী উদযাপন করছে কপূর পরিবার। সেই উপলক্ষেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে তাঁর বাস ভবনে এসেছিলেন পরিবারের সদস্যরা। ছিলেন, রাজের কন্যা রীমা কপূর, পুত্রবধূ নীতু কপূর, এ ছাড়া রণবীর কপূর, করিশ্মা কপূর, আলিয়া ভট্ট, সইফ আলি খান-সহ কপূর পরিবারের অন্য সদস্যরাও। কপূর খানদানে তারকাদের কমতি নেই। আলিয়া-রণবীর-সইফ-করিশ্মা প্রত্যেকেই সুবেশে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য। তবে তাঁদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন করিনা।

ছবি: ইনস্টাগ্রাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পোশাকের ব্যাপারে নিয়মকানুন মেনে চলতে হয়। সংযত এবং ফর্মাল পোশক পরাই রীতি। করিনা পরেছিলেন গাঢ় লাল রঙের একটি লম্বা হাতা, গলাবন্ধ কামিজ। তাতে রুপোলি রঙের তুলির কাজ, সঙ্গে একই রঙের স্ট্রেট পাজামা এবং লাল ওড়না। মুখের রূপটানও ছিল হালকা। কপালে টিপ, চোখে কাজল আর হালকা লিপস্টিক। গয়না বলতে রূপোলি এক জোড়া কানবালা। আর তার সঙ্গে চুল ছেড়ে রেখেছিলেন বেবো।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম।

জানা গিয়েছে করিনার পোশাকটি দেবনাগরী ব্র্যান্ডের ফিরদওস সংগ্রহের অন্তর্গত লাল রঙের ওই কামিজে নিখুঁত রূপোলি ফুল হাতে এঁকে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। ব্র্যান্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই সালোয়ার কামিজের দাম ৩৬ হাজার ৫০০ টাকা।

ছবি: ইনস্টাগ্রাম।

মোদীর সঙ্গে সাক্ষাতে বলিউডের আরও এক অভিনেত্রী আলিয়াও উপস্থিত ছিলেন। তিনিও পরেছিলেন লাল রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ়। কিন্তু বলিউডপ্রেমীরা বলছেন, আলিয়ার সাজ পাত্তাই পায়নি করিনার কাছে। কেউ কউ এমনও বলছেন, করিনার পাশে আলিয়াকে নায়িকা বলেই মনে হচ্ছিল না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement