Soumitra Chatterjee

আগামীতে সৌমিত্র

শুটিং বাকি থাকলেও শেষ করে গিয়েছেন ডাবিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০০:০২
Share:

‘বেলাশুরু’ ছবিতে স্বাতীলেখার সঙ্গে

সৌমিত্র চট্টোপাধ্যায় রেখে গিয়েছেন মুক্তির অপেক্ষায় থাকা অনেক ছবি। যেমন শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’। গত বছর শুটিং করেছেন জয় ভট্টাচার্যের ‘দ্য জোকার’। সৌমিত্র-মাধবী জুটিকে নিয়ে ‘এবার শল্যজিৎ’ করেছেন তুহিন সিংহ ও রাহুল দাস। পলাশ বৈরাগীর ‘আমি জোনাকি’তে এক অবসরপ্রাপ্তের ভূমিকায় তিনি। তেমনই রয়েছেন সুবীর পাল চৌধুরীর ‘শেষ প্রমাণ’-এও। পরিচালক তন্ময় রায়ের ‘স্বপ্নসন্ধানী’র পরে তার সিকুয়েলেও কাজ করেছেন সৌমিত্র। শুটিং বাকি থাকলেও শেষ করে গিয়েছেন ডাবিং। পরিচালকের ‘রকস্টার বিনি’, ‘তুই আমার’-এও দেখা যাবে তাঁকে। সৌমিত্রকে কতটা ব্যবহার করতে পেরেছেন নতুন পরিচালকেরা, তা তাঁদের কাজই বলবে। তবে সকলকে যে স্বাধীনতা দিতেন অভিনেতা, সে ব্যাপারে একমত প্রত্যেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement