ইয়ামি গৌতম

অবাঞ্ছিত আচরণের বিরুদ্ধে মুখ খোলা জরুরি: ইয়ামি

নেটাগরিকদের একাংশের দাবি, ইয়ামি অসমের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অসমিয়া সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘গামোসা’, পরিয়ে সেই ভক্ত কেবল বরণ করে নিতে চাইছিলেন অভিনেত্রীকে। ইয়ামির এই পাল্টা আচরণ মোটেই কাম্য ছিল না। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৪:১৯
Share:

ইয়ামি গৌতম। ছবি: ফাইল চিত্র।

সম্প্রতি অসমের গুয়াহাটি বিমানবন্দরে ইয়ামি গৌতমের এক ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটদুনিয়া। বিমানবন্দরের বাইরে এক ভক্ত ইয়ামিকে অসমের ঐতিহ্যগত ‘গামোসা’ পরিয়ে অভ্যর্থনা জানাতে চাইলে তাকে বাধা দেন অভিনেত্রীর নিরাপত্তাকর্মীরা। ইয়ামিকেও দেখা যায় ভক্তের ওই আচরণ দেখে খানিকটা পিছিয়ে আসতে। আর সেখানেই ঘটে বিপত্তি। টুইটারে নেটাগরিকদের ক্ষোভের মুখে পড়তে হয় ইয়ামিকে।

Advertisement

নেটাগরিকদের একাংশের দাবি, ইয়ামি অসমের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অসমিয়া সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘গামোসা’, পরিয়ে সেই ভক্ত কেবল বরণ করে নিতে চাইছিলেন অভিনেত্রীকে। ইয়ামির এই পাল্টা আচরণ মোটেই কাম্য ছিল না।

ইয়ামি গৌতমও তাঁর টুইটার হ্যন্ডেলে সবাক। তিনি জানিয়েছেন, ‘‘আমার আত্মরক্ষার জন্যই এই রকম প্রতিক্রিয়া । কোনও ব্যক্তির অতিরিক্ত কাছে চলে আসা নিয়ে যদি আমি অস্বস্তি বোধ করি তা হলে আমার মতো সব মেয়েরই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করার অধিকার আছে। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না। তবে কোনও অনুচিত আচরণের সম্মুখীন হলে তার বিরুদ্ধে মুখ খোলা খুব জরুরি।’’তিনি আরও বলেছেন, ‘‘এই নিয়ে তিন বার আমি অসমে এসেছি। অসমের শিল্প,সংস্কৃতি, মানুষের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল। একটা ছোট ‘সিঙ্গল সাইডেড’ ঘটনার পরিপ্রেক্ষিতে কারও বিচার করা অসংবেদনশীল । ’’

Advertisement

দেখুন টুইটারে ইয়ামির সেই পোস্ট...

আরও পড়ুন-মোদীর উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করায় টুইঙ্কলকে যৌনতা নিয়ে বিঁধলেন রঙ্গোলি

পরে তিনি টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে ‘গ্রেট গুয়াহাটি ম্যারাথন ২০২০’ –র একটি অনুষ্ঠানে সেই ‘গামোসা’ পরেই রয়েছেন ইয়ামি। শুধু তাই নয়, ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এই সুন্দর জাপি ও গামোসার জন্য ধন্যবাদ’’।

২০২০ সালে আসতে চলেছে ইয়ামি গৌতম ও ভিক্রান্ত মেসির অভিনীত ছবি ‘ গিন্নি ওয়েডস্ সানি’। সেই ছবির শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন ইয়ামি। এখন মুক্তির অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement