johnny depp

Johnny Depp: তুমিই ওর বাবা, শিশুকে দেখিয়ে ভরা আদালতে জনি ডেপকে বললেন মা!

মানহানির মামলায় লাগাতার চমক। এ বার ভরা আদালতে শিশুকে দেখিয়ে এক মহিলার দাবি, জনি ডেপই তাঁর সন্তানের পিতা! হতভম্ব অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১১:৪৬
Share:

জনি কি সত্যিই ওই শিশুটির বাবা?

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মানহানি-মামলায় চমকপ্রদ ঘটনার শেষ নেই! এ বার ভরা আদালতে হলিউড অভিনেতাকে নিজের সন্তানের পিতা বলে দাবি করে বসলেন এক মহিলা!

Advertisement

মানহানির মামলাটিতে একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। কখনও শোনা যাচ্ছে কোকেনের খোঁজে অভিনেত্রী স্ত্রীর যৌনাঙ্গে আঙুল গুঁজে দিয়েছিলেন জনি। কখনও জানা যাচ্ছে একে অন্যকে মারধর করতেন তারকা দম্পতি। কখনও বা অভিযোগ, মধুচন্দ্রিমাতেই নাকি অ্যাম্বারকে মেরে ফেলতে চেয়েছিলেন জনি!

সাম্প্রতিক শুনানি চলাকালীন আদালতে ভিড় জমান অনুরাগীরা। আদালত কক্ষে আচমকাই এক মহিলা ভক্তের চিৎকার, ‘‘আমি তোমাকে ভালবাসি জনি!’’ সেখানেই অবশ্য থামেননি তিনি। এর পর সঙ্গের শিশুটিকে দেখিয়ে তাঁর সটান দাবি, ‘‘এই দেখো আমাদের সন্তান। তুমিই ওর বাবা!’’

Advertisement

উপস্থিত সকলে হতভম্ব। জনি-ও অপ্রস্তুত। তড়িঘড়ি মহিলাকে আদালত কক্ষের বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। মজার ছলেই ওই মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে আপাতত মনে করা হচ্ছে।

প্রাক্তন স্বামী জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। দাবি করেন, জনি নানা সময়ে তাঁকে মারধর করেছেন। পাল্টা মানহানির মামলা করেন অভিনেতা। জনি মিথ্যে বলছেন জানিয়ে নতুন করে মামলা করেন অ্যাম্বারও। আদালতে এই জোড়া মামলার শুরু থেকেই বিস্তর কাদা ছোড়াছুড়ি চলছে। একে অন্যের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের 'প্রমাণ' পেশ করেছেন দুই তারকাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement