ভক্তদের ভয়, লেখক লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক থেকে বুঝি মুছেই দিলেন রোহিতকে।
রোহিত সেনকে দেখে মোহিত হওয়ার দিন শেষ? আতঙ্কে ভুগছেন ধারাবাহিক ‘শ্রীময়ী’র দর্শকেরা।
কেন? কারণ মূলত তিনটি।
ঘটনা এক: দিন কয়েক হল ‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকে গায়েব টোটা রায়চৌধুরী ওরফে ‘রোহিত’! কেবল হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাচ্ছেন। ফোন পর্যন্ত ধরছেন না! তাঁকে শেষ দেখা গিয়েছে দিঠির বিয়ের আসরে। জুন আন্টির নাচ দেখে যেখানে বাকরুদ্ধ ‘রোহিত সেন’। টোটার টানা অনুপস্থিতি চিন্তায় ফেলেছে ধারাবাহিকের অনুরাগীদের। যদিও তাঁরা জানেন, অভিনেতা মুম্বই-কলকাতার নিত্যযাত্রী। তবু মন মানছে না। ভক্তদের ভয়, লেখক লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক থেকে বুঝি মুছেই দিলেন রোহিতকে। সেই আতঙ্কে ২২ অক্টোবর থেকে রোহিত সেনকে চেয়ে পোস্ট উপচে পড়ছে ‘শ্রীময়ী’ ফেসবুক ফ্যানপেজে।
লেখিকা, স্টার জলসা চ্যানেল এবং প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরাগীদের বিনীত আবেদন, ‘মাননীয় লেখিকা, আপনি রোহিত সেনের কোনও বিপদ বা মৃত্যু দেখাবেন না। রোহিত সেন ছাড়া ‘শ্রীময়ী’ মেগা অচল.... মেগার শেষ পর্যন্ত রোহিত-শ্রীময়ীকে একসঙ্গে সংসার করতে দেখতে চাই!’
ঘটনা দুই: ‘শ্রীময়ী’ ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। এমন রটনা মাঝেমধ্যেই শোনা যায়। কিন্তু এ বার সেই গুঞ্জন একটু যেন জোরালো। আচমকা ‘দেশের মাটি’ বন্ধের খবর ছড়াতেই ফের চর্চা শুরু— বহু দিন ধরেই টিআরপি কম ‘শ্রীময়ী’ এবং ‘মোহর’-এরও। তাই এই দুই ধারাবাহিকের উপরেও কোপ পড়তে পারে।
ঘটনা তিন: ফেসবুকে টোটার সাম্প্রতিক পোস্ট। ‘রোহিত-বেশী’ ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে বিনীত ঋণস্বীকার, ‘আপনাদের আবেগ ও ভালবাসা দিয়ে রোহিত সেনকে বিশেষ্য থেকে বিশেষণে পরিণত করার জন্য আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হৃদয়ের গভীর থেকে আপনাদের ভালবাসা জানাই। বিশেষ ধন্যবাদ লীনা গঙ্গোপাধ্যায়কে।’
ঘটনার সত্যাসত্য জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা টোটা রায়চৌধুরী, ইন্দ্রাণী হালদার, এবং প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কী জানিয়েছেন তাঁরা? পর্দার ‘শ্রীময়ী’র বক্তব্য, সবটাই জানেন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি যা করবেন বা বলবেন, তা-ই হবে। প্রযোজক শৈবাল অবশ্য আশ্বস্ত করেছেন, ধারাবাহিক বন্ধের কোনও সম্ভাবনাই নেই। তাঁর আরও দাবি, ‘‘প্রায়ই এই ধরনের গুঞ্জন প্রমাণ করে দেয়, ‘শ্রীময়ী’ এখনও সমান জনপ্রিয়।’’
বাকি টোটা। তিনি যথারীতি নীরব। তাঁর চরিত্র এবং ধারাবাহিক নিয়ে কোনও বক্তব্য বা বার্তা জানাননি। তবে শরীরচর্চার একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন সোমবার। তাতে অভিনেতা গাছের ডাল ধরে ঝুলে কসরতে ব্যস্ত। ‘রোহিত সেন’-এর মন্তব্য, ‘প্রাকৃতিক জিম। বিনামূল্যে সপ্তাহভর সারাক্ষণ খোলা!’