Sreemoyee Chattoraj

Sreemoyee Chattoraj: ফেনিল বাথটবে উচ্ছল শ্রীময়ী, সঙ্গে প্রিয় জন

খোলা আকাশ, নীল জল বা পাহাড় নয়। শ্রীময়ীর পছন্দ স্নানঘর। নরম হলুদ আলোয় বাথটবে নিজের শরীর এলিয়ে দিয়েছেন কন্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৩:৩৩
Share:

নরম হলুদ আলোয় ফেনিল বাথটবে নিজের শরীর এলিয়ে দিয়েছেন শ্রীময়ী।

কাজ ভুলেছেন শ্রীময়ী চট্টরাজ। ব্যস্ত রুটিন থেকে এক টুকরো অবসর বার করে নিয়েছেন নিজের জন্য। খেয়াল-খুশির উচ্ছল সময় কাটানোর কিছু ঝলক উঠে এল অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

খোলা আকাশ, নীল জল বা পাহাড় নয়। শ্রীময়ীর পছন্দ স্নানঘর। নরম হলুদ আলোয় ফেনিল বাথটবে নিজের শরীর এলিয়ে দিয়েছেন। সাদা বাথরোব গায়ে নিশ্চিন্তে ভিজছেন কন্যে। লেন্সবন্দি হচ্ছেন। আবেশে চোখ বন্ধ। কী ভাবছেন শ্রীময়ী? সে উত্তর শুধু তিনিই জানেন।

Advertisement

শ্রীময়ী যদিও একা নন। অবসর যাপনের সঙ্গে হয়েছেন অভিনেত্রীর প্রিয় বন্ধু। বাথটবে দু’জনে বসে একাধিক ছবি দিয়েছেন কৃষ্ণকলির ‘রাধারানি’। পর্দায় হোক বা নেটমাধ্যমে, বেশির ভাগ সময়েই শ্রীময়ীকে দেখা যায় সাবেক সাজে। স্বভাবতই তাঁর নতুন অবতার খানিক চমকে দিয়েছে অনুরাগীদেরও।

মাস কয়েক আগে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা চলেছিল বিস্তর। তৃণমূল বিধায়কের স্ত্রী পরকীয়ার অভিযোগ এনেছিলেন তাঁদের বিরুদ্ধে। সে সব তিক্ততা পিছনে ফেলে এখন নিজেকে সাজাচ্ছেন শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গেও সম্পর্কে ছেদ পড়েনি তাঁর। পুজোতেও ছবি দিয়েছিলেন যুগলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement