Naga Chaitanya

Naga Chaitanya: সামান্থাকে পাল্টা জবাব দিতে এ বার কফির আড্ডায় নাগা চৈতন্য? কী বললেন অভিনেতা?

‘কফি উইথ কর্ণ-৭’-এ অতিথি হিসাবে দেখা যেতে পারে নাগা চৈতন্যকে। সঞ্চালকের আমন্ত্রণের অপেক্ষায় অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৯:৪৬
Share:

সামান্থা রুথ প্রভু, নাগা চৈতন্য শুধু দক্ষিণেই নয়, ঝড় তুলেছেন বলিউডেও। দু’জনের ব্যক্তিগত জীবন থেকে কাজ— সব কিছু নিয়েই চর্চা 'বি-টাউনে’। কিছু দিন আগেই অক্ষয় কুমারের সঙ্গে জুটিতে ‘কফি ইউথ কর্ণ-৭’-এর শোয়ে উপস্থিত ছিলেন সামান্থা।

Advertisement

অক্ষয়ের কোলে চেপে অনুষ্ঠানে প্রবেশ থেকে প্রাক্তন স্বামীকে নিয়ে মন্তব্য ও সঞ্চালক কর্ণকে সরাসরি দোষারোপ করে অনুষ্ঠানের পারদ চড়িয়েছিলেন অভিনেত্রী। কটাক্ষের শিকারও হয়েছিলেন।

মুম্বই সংবাদ সংস্থার খবর, এ বার ওই একই জায়গায় দেখা যেতে পারে নাগা চৈতন্যকেও। পরিচালক-সঞ্চালকের আমন্ত্রণে সাড়া দেবেন কি অভিনেতা?

Advertisement

সংবাদ সংস্থার এই প্রশ্নের উত্তরে নাগার জবাব,‘‘পরিচালক কর্ণ আমার বিশেষ পছন্দের। ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছেও রয়েছে। যদি সুযোগ পাই, নিশ্চয়ই যাব।’’

‘লাল সিং চড্ডা’য় আমির খান ও করিনা কপূর খানের সঙ্গে অংশ নিয়েছেন নাগা। আগামী দিনে ছবির প্রচারে এই শোয়ে আমির-করিনাকে অতিথি হিসাবে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement