Amitabh Bachchan

‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক অনুষ্ঠানে কেন উপস্থিত থাকতে পারলেন না অমিতাভ বচ্চন?

২০ জুলাই সান দিয়েগোর ‘কমিক কন’ অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে পরিচালক নাগ অশ্বিনের নতুন ছবির প্রথম ঝলক। যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৭:১১
Share:

অমিতাভ বচ্চন। —ফাইল চিত্র।

ছবির ঘোষণা হয়েছে বহু দিন আগে। ‘প্রজেক্ট কে’ ছবিতে দক্ষিণী তারকা প্রভাস, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনকে একই ফ্রেমে দেখার অপেক্ষায় দর্শক। ছবির নেপথ্যে রয়েছেন পরিচালক নাগ অশ্বিন। ২০ জুলাই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। সেই উপলক্ষেই সান ডিয়েগোর কমিক কন অনুষ্ঠানে দেখা গিয়েছিল পরিচালক এবং ছবির খলনায়ক কমল হাসন এবং প্রভাসকে। ছবিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘বিগ বি’-কে। কিন্তু ছবির প্রথম ঝলক প্রকাশ অনুষ্ঠানে দেখা মিলল না মায়ানগরীর ‘অ্যাংরি ইয়ং ম্যানকে’। ফলে অনেকের মনেই নানা প্রশ্ন ছিল। কেন উপস্থিত হলেন না অমিতাভ?

Advertisement

সেই ধোঁয়াশাও খোলসা করেছেন অভিনেতা। এমনিতে সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে থাকেন। নিয়মিত নিজের ব্লগও পোস্ট করতে থাকেন। সমাজমাধ্যমের পাতায় নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন তিনি। সঙ্গে কিছুটা আক্ষেপও করেছেন। অমিতাভ লেখেন, “পরিচালক এবং অভিনেতাদের জন্য সত্যিই এটা বিশেষ মুহূর্ত। বিশেষত যাঁরা সান ডিয়েগোতে গিয়েছেন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনার জন্য। পরিচালক আমায় অনেক বার বলেছিলেন তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। কিন্তু চিকিৎসকদের বেশ কিছু বিধিনিষেধ এবং অন্য কিছু কাজের জন্য তাঁদের সঙ্গে যেতে পারলাম না। কিন্তু প্রথম ঝলক থেকে প্রতিটি মুহূর্ত দারুণ লাগছে দেখতে।” ছবিটি ঘোষণার পর থেকেই নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছে। ‘প্রজেক্ট কে’-এর নাম এখন ‘কাল্কি ২৮৯৮ এডি’। তবে যেমন বাধা ছিল, তার সঙ্গে বেশ কিছু বিশেষ মুহূর্তও তৈরি হয়েছে। এই যেমন প্রথম বার কোনও ভারতীয় ছবির প্রথম ঝলক দেখা গেল নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে। থিকথিকে ভিড় নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে। তার মধ্যেই বিশালাকার বিলবোর্ডে ঝলমলিয়ে উঠল ‘প্রজেক্ট কে’ ছবির লাল-কালো রঙের পোস্টার। টাইম স্কোয়্যারের মতো জায়গায় ছবির পোস্টার দেখে স্বাভাবিক ভাবেই আপ্লুত ছবির নির্মাতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement