Kamal Hassan

‘দেশের অর্ধেক মানুষ যেখানে অভুক্ত, তখন নতুন সংসদ ভবন কিসের জন্য?’, মোদীকে প্রশ্ন কমল হাসনের

গত ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভূমিপূজা করেন মোদী। ত্রিভুজাকৃতি সংসদভবনটি তৈরি হবে ৬৪,৫০০ বর্গমিটার জায়গার উপরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৭:৪৯
Share:

ফাইল চিত্র।

রোম যখন পুড়ছে, নিরো তখন বেহালা বাজাতে ব্যস্ত— অনেকটা এই ভঙ্গিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন সংসদভবন নিয়ে আক্রমণ করলেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসন।

তিনি বলেন, “দেশের অর্থনীতির যখন টালমাটাল অবস্থা, দেশের অর্ধেক মানুষ যখন অভুক্ত, বহু মানুষ যেখানে করোনার জেরে কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন বানাচ্ছেন প্রধানমন্ত্রী।”

নতুন সংসদ ভবনের কথা বলতে গিয়ে চিনের প্রাচীরের প্রসঙ্গও টেনে এনেছেন হাসন। তাঁর কথায়, “যে চিনের প্রাচীর তৈরি করতে গিয়ে হাজার হাজার মানুষের প্রাণ গেল, সেই প্রাচীরকেই শাসকরা তখন বলল, দেশের মানুষের সুরক্ষার জন্যই এই প্রাচীর।” এর পরই মোদীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, কাদের সুরক্ষার জন্য এই নতুন সংসদ?”

গত ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভূমিপূজা করেন মোদী। ত্রিভুজাকৃতি সংসদভবনটি তৈরি হবে ৬৪,৫০০ বর্গমিটার জায়গার উপরে। খরচ হবে ৯৭১ কোটি টাকা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এর আগেও নানা বিষয় নিয়ে সরব হয়েছেন হাসন।

আগামী বছরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোট ময়দানে নামার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম) সুপ্রিমো কমল হাসন। এ বার নিজেও ভোটে লড়তে পারেন বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement