Entertainment news

এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ কে? অনলাইন সমীক্ষা বলছে…

সবাইকে পিছনে ফেলে একযোগে সবাই যাঁকে ভোট দিয়েছেন, তিনি কে জানেন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ১৮:১৫
Share:
০১ ১০

এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ কে? সবাইকে পিছনে ফেলে একযোগে সবাই যাঁকে ভোট দিয়েছেন, তিনি কে জানেন?

০২ ১০

একজন বলিউড অভিনেতা, হৃত্বিক রোশন। ২০১৯ সালে এশিয়ার সবচেয়ে সেক্সি পুরুষ হিসাবে তাঁকে বেছে নিয়েছেন জনগণ।

Advertisement
০৩ ১০

শুধু ২০১৯-এই নয়, গত ১০ বছর ধরে তিনিই এই জায়গাটা ধরে রেখেছেন বলে জানাচ্ছে অনলাইন সমীক্ষা।

০৪ ১০

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’ এই নিয়ে একটি অনলাইন সমীক্ষা চালিয়েছিল, তাতেই এই খবর উঠে এসেছে।

০৫ ১০

এই বছরেই হৃতিকের দুটো সিনেমা রিলিজ হয়েছে। সুপার ৩০ এবং ওয়ার। দুটোই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তার মধ্যে ফের হৃতিক-ভক্তদের জন্য খুশির খবর সামনে এল।

০৬ ১০

তবে এশিয়ার সেক্সিয়েস্ট ম্যান হওয়াকে তেমন কোনও সাফল্য হিসাবে দেখছেন না হৃতিক। "একজন মানুষকে কেমন দেখতে, সেটা দিয়ে কখনও কাউকে বিচার করিনি আমি। আমার নিজের রূপ নিয়েও কখনও মাথা ঘামাইনি," জানিয়েছেন তিনি।

০৭ ১০

এই অনলাইন সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাহিদ কপূর, তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেতা ভিভিয়ান দিসেনা।

০৮ ১০

চতুর্থ স্থানে রয়েছেন ‘ওয়ার’ ছবিতে হৃতিকের সহ অভিনেতা টাইগার স্রফ। এই প্রথম সেক্সি পুরুষের সেরা দশে ঠাঁই পেলেন তিনি।

০৯ ১০

ব্রিটিশ এশিয়ান পপ স্টার জায়ান মালিক এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

১০ ১০

চলতি বছরের অগস্ট মাসে একটি মার্কিন সংস্থার অনলাইন সমীক্ষায় হৃতিক বিশ্বের ‘মোস্ট হ্যান্ডসম ম্যান’ হিসাবে তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement