নিজের দোষ স্বীকার করলেন মাহিয়া মাহি? —ফাইল চিত্র।
ও পার বাংলায় শাকিব খানের পাশাপাশি এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী মাহিয়া মাহি। অন্তঃসত্ত্বা অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রীরাও। বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পলাতক ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার। শনিবার মাহির ছাড়া পাওয়ার পর রবিবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি উড়ানে বাংলাদেশে ফেরেন রাকিব। সেই বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুর ২.৩০ নাগাদ রাকিবের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।
৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি জামিনের পর বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, “আমি লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি। এক জন পুলিশ কমিশনার আমাদের পুলিশ প্রশাসনকে রিপ্রেজেন্ট করে না। তাই আমার লাইভে বলাতে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিতর্কিত করেছে হয়তো। আমি সেটার জন্য দুঃখিত। তবে আমি যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা অবশ্যই তদন্ত হবে। আমি ন্যায়বিচারের জন্য সবার কাছে যাব।” তাঁর মানে নায়িকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই কথা কি নিজেই মেনে নিলেন মাহি? তাঁর উত্তর তৈরি করেছে এমন হাজারো প্রশ্ন।
অন্য দিকে, গাজীপুর মেট্রপলিটন পুলিশ কমিশনার বলেন, “মাহি জমি সংক্রান্ত ঘটনায় ফেসবুক লাইভে মিথ্যাচার করেছেন, ভিত্তিহীন মন্তব্য করেছেন।”