রাজ-শুভশ্রী। ছবি-ইনস্টাগ্রাম।
দেশজুড়ে লকডাউন। রাজ-শুভশ্রীও গৃহবন্দি। কাজের চাপ নেই, তাই ইদানিং রাজের ঘুম ভাঙছে শুভশ্রীর কোলে মাথা রেখে। আর শুভশ্রীও রাজের কপালে ছুঁয়ে দিচ্ছেন ভালবাসার প্রলেপ।
নিজেরাই রান্না করছেন। কখনও শুভশ্রী বানাচ্ছেন খিচুড়ি আবার কখনও বা রাজের সঙ্গে ফেসবুক লাইভে এসে সবাইকে বাড়ি থাকার জন্য অনুরোধ করছেন। এতটা অবসর আগে পাননি তাঁরা। হাইরাইজের বারান্দা থেকে কখনও দেখছেন মেঘেদের ভেসে বেড়ানো আবার কখনও বা পরবর্তী চিত্রনাট্য নিয়ে গভীর আলোচনায় বসছেন দু’জনে।
দেখুন রাজের পোস্ট
A post shared by Raj Chakraborty (@rajchoco) on
এর আগে আনন্দবাজার ডিজিটালকে রাজ বলেছিলেন, গল্পের বই পড়ে, আগামী ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেই কেটে যাবে তাঁদের এই কোয়রান্টিন পিরিয়ড। হচ্ছেও ঠিক তেমনই। ব্যস্ত জীবন থেকে দু’জনেই খুঁজে পেয়েছেন এক অখণ্ড অবসর।
আরও পড়ুন-করোনার ফাঁদে গৃহবন্দি টলিপাড়ার ‘লাভ-বার্ডস’, কোথায় যাচ্ছেন, কী করছেন তাঁরা?