মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাবেশে দেখা গিয়েছে নীল-তৃণাকে। ছবি ইনস্টাগ্রাম।
বিধানসভা উপনির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। রবিবাবার সন্ধ্য়াবেলা এমন গুঞ্জনেই উত্তাল টেলিপাড়া। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে তৃণা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এর পরেই উপনির্বাচনে প্রার্থী হিসেবে তৃণার নাম উঠে আসায় খুশি টেলিপাড়া। যদিও আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী বললেন, “আমিও এই খবর শুনেছি। তবে শাসকদলের থেকে এ রকম কোনও প্রস্তাব এখনও আমার কাছে আসেনি।” তৃণা জানান, প্রেম থেকে বিয়ে এবং রাজনীতি, সবটাই তাঁরা করেছেন সংবাদমাধ্যমকে সামনে রেখে। আগামী দিনে সত্যিই এ রকম কিছু ঘটলে আবার খবর পাবে সংবাদমাধ্যম।
প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের আগেই থেকেই শাসকদলের সমর্থক নীল-তৃণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাবেশে দেখা গিয়েছে তাঁদের। নীল-তৃণার বিয়েতে তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। টেলিপাড়া সূত্রে খবর, মদন মিত্রের খুবই ঘনিষ্ঠ তারকা দম্পতি। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার পরে চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে তাঁদের। মদন মিত্রের হয়েও প্রচার করেছেন তাঁরা।
স্ত্রী-র প্রার্থী হওয়ার গুঞ্জনে কী প্রতিক্রিয়া নীলের? নীলও এই খবর গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। আনন্দবাজার ডিজিটালকে অভিনেতা জানিয়েছেন, “সদ্য প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছি আমরা। এখন প্রার্থী হওয়া নিয়ে কিচ্ছু ভাবছি না।”