ত্রাণ বিলি করে ট্রোলের শিকার ইমন চক্রবর্তী
ত্রাণ বিলি করে ট্রোলের শিকার ইমন চক্রবর্তী! এমনটা যে হবে, বোধ হয় তিনিও বুঝতে পারেননি। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন শিল্পী। সেই ছবি, ভিডিয়ো তিনি ভাগ করে নিয়েছেন নিজের পাতায়। ইমনের সেই মানবিকতা দেখে নেটাগরিকদের কটাক্ষ বদলে গিয়েছিল প্রশংসায়। সেটা যে সাময়িক, কে জানত? এ বার নিন্দুকদের দাবি, শিল্পী ত্রাণ বণ্টনের ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভোটে জিতবেন বলে! রবিবার এ কথা নেটমাধ্যমে ইমন নিজে জানিয়েছেন।
বাংলার যে সমস্ত সেলেবদের নিয়ে সারাক্ষণ চর্চা চলে, ইমন তাঁদের মধ্যে অন্যতম। শিল্পী নিজেও সেটা জানেন। বলেছেন, ‘‘আমায় নিয়ে মানুষের প্রচুর বিরক্তি। কিছু করলেও কথা উঠবে, না করলেও!’’ সেই বিরক্তি আবারও ছায়া ফেলেছে তাঁর পোস্টে। কী লিখেছেন ইমন? শিল্পী জানিয়েছেন, ‘আমি একজন সঙ্গীত শিল্পী। গত বছরে হাতে গুনে ১০টা শো করেছি। আমার মতো সব শিল্পীরই প্রায় একই অবস্থা। তার মধ্যেই আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি ঝড়ে বিধ্বস্ত এলাকায়। ত্রাণ বিলি করতে। সেই কাজকর্মের ছবি, ভিডিয়ো দেখে বাকিদের মনে হচ্ছে, নিজের প্রচার বা ভোটে দাঁড়ানোর জন্য নাকি আমি এ সব করছি!’
এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ইমন। দাবি, এ ভাবে ক্রমাগত অশ্লীল আক্রমণের বিরুদ্ধে লড়তে লড়তে আদতে তাঁর জেদ বাড়ছে। নেটাগরিকদের তিনি জানিয়েছেন, সবার এই কটাক্ষ তাঁকে আরও বেশি করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি কোনও দিন ভয় পেয়ে পিছিয়ে যেতে শেখেননি। আগামী দিনেও কোনও কাজ থেকে পিছিয়ে আসবেন না। পাশাপাশি শিল্পী আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই সব মানুষদের, যাঁরা উপুড়হস্তে দান করেছেন ত্রাণ তহবিলে। ইমন কৃতজ্ঞ, ‘‘আপনাদের জন্যই কমবেশি ৩ হাজার মানুষ এক বেলা হলেও ২ মুঠো খেতে পারছেন।’’
একই সঙ্গে নিন্দুকদের প্রতি শিল্পীর শ্লেষ, ‘‘ভাল রাখাটাও একটা শিল্প। সবাই ওটা পারে না!’’