আহিলকে কোলে নিয়ে গণপতির আরতি করছেন সলমন খান। ছবি টুইটার থেকে সংগৃহীত।
তাঁরা সেলিব্রিটি। তাঁদের দিকে সাধারণ মানুষ তীক্ষ্ণ নজর থাকে সবসময়। তাই অসাধারণ কাজ করলে প্রশংসার বন্যায় ভেসে যান তাঁরা। আবার কোনও কাজ করতে গিয়ে ভুল হলে তাঁদেরকে সমালোচনাও সহ্য করতে হয় বিস্তর। ঠিক যেমনটা করতে হল বলিউড সুপারস্টার সলমন খানকে। মুম্বইয়ে গণপতির আরাধনা করতে গিয়ে ‘ভুল’ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় এক দল নেটিজেনদের ক্রমাগত আক্রমণের মুখে পড়েছেন তিনি।
সলমন খানের বোন অর্পিতার বাড়িতে ছিল গণেশ পুজো। সেই উপলক্ষে সেখানে গিয়েছিলেন বলিউডের সল্লুভাই। বিসর্জনের আগে গণপতিকে বরণ করছিলেন সবাই। ভাগ্নে ছোট্ট আহিলকে কোলে নিয়ে গণপতির আরতি করেন সলমনও। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে। সঙ্গে সঙ্গে সলমনের নিন্দায় সরব হন নেটিজেনদের একাংশ।
মুসলিম হয়ে গণপতির আরতি করার জন্য সলমনকে এক হাত নিয়েছেন একদল কট্টরপন্থী। কেউ কেউ কেউ আবার বলেছেন ‘ভুল’ ভাবে গণপতির আরতি করেছেন ওই বলিউড অভিনেতা। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘড়ির কাটার ঘূর্ণনের দিকেই আরতি করছিলেন সলমন, বাকিরা যেমন করছিল। তা করতেই করতেই এক-দু’বার ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীত দিকে আরতির থালা ঘুরিয়ে ফেলেন সলমন। এই ‘ভুল’ দেখেই সলমনকে আক্রমণের বাণে বিদ্ধ করেন কট্টরপন্থী নেটিজেনদের একাংশ।
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
তবে শুধু সমালোচনায় নয়। গণপতির উৎসবে সামিল হয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করার জন্য সলমনকে সমর্থনও জানিয়েছেন তাঁর ভক্তরা।