নতুন গানে নাচছেন ঢিংচ্যাক পূজা। ছবি ইউটিউব ভিডিয়ো থেকে সংগৃহীত।
‘হটকে’ গানের সৌজন্যে এই প্রজন্মের যুবক-যুবতীদের মধ্যে ইতিমধ্যে শিহরণ জাগিয়েছেন তিনি। তাঁর গাওয়া গান— ‘সয়াগি ওয়ালি টোপি’ বা ‘সেলফি ম্যায়নে লে লি আজ’ ইতিমধ্যেই সুপার ডুপার হিট। তিনি পূজা জৈন। কিন্তু নেটদুনিয়ায় তিনি পরিচিত ঢিংচ্যাক পূজা নামেই।
এই র্যাপারের নতুন একটি গান সম্প্রতি প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়। তার পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন পূজা। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গানের নাম ‘নাচকে পাগল’। আর সেই গান ইতিমধ্যেই হিট কম বয়সীদের মধ্যে।
পূজার এই নতুন গান ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অন্যরকম মিউজিক ও ভিডিয়োর মাধ্যমে এই নতুন গানে রয়েছে চমকের ছড়াছড়ি। গানের মাধ্যমে পূজা বলেছেন, ‘পাগল হো কে নাচো অউর নাচকে পাগল হো যাও’। অর্থাৎ পাগল হয়ে নাচো আর নেচে নেচে পাগল হয়ে যাও। পূজার এই গান শুনলে ‘পাগল’ হতে পারেন আপনিও।
আরও পড়ুন: প্রেমে বিভোর নিক-প্রিয়ঙ্কা! ছবিই বলে দিচ্ছে তাঁদের সম্পর্কের রসায়ন
আরও পড়ুন: দীপিকার পায়ের নীচে রণবীর! নেট দুনিয়া কী বলল জানেন?