Vicky Kaushal

Vicky Kaushal-Katrina Kaif: স্বামীর সঙ্গে পর্দায় প্রেম করবেন ক্যাটরিনা? ফারহানের ছবিতে ভিকির থাকা নিয়ে জোর চর্চা

পরিচালক ফারহান আখতার নিজেও একটি চরিত্রে দেখা দিতে পারেন। তবে তিনি কোন নায়িকার সঙ্গে প্রেম করবেন এবং তৃতীয় নায়ক কে— উত্তর মেলেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৭:১৭
Share:

ভিকি-ক্যাটের জুটি ‘জি লে জারা’-তে?

আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ। তিন নায়িকাকে নিয়ে ছবি বানাচ্ছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। নাম, ‘জি লে জারা’। মনে করা হচ্ছে, ফারহান-সহোদরা জোয়া আখতারের ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই ছবি। আগের ছবিতে উঠে এসেছিল তিন বন্ধুর সফরের কাহিনি। এই ছবিতে পথে বেরিয়ে পড়বেন তিন বান্ধবী।

Advertisement

শোনা যাচ্ছে, এই ছবিতেই নাকি ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে স্বামী ভিকি কৌশলকে। বলিউডে সাধারণত দেখা যায়, ছবিতে একসঙ্গে অভিনয়ের পরে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই বন্ধুত্ব গড়ায় প্রেম, কখনও বা বিয়েতেও। সেখানেই ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রে উলটপুরাণ। তাঁরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। আগে প্রেম হয়েছে। তার পরে বিয়ে। এ বার বিয়ের পরে তাঁরা একসঙ্গে পর্দায় দেখা দেবেন বলে জল্পনা বলি পাড়া জুড়ে।

ছবির বাকি দুই নায়কের এখনও খোঁজ চলছে। শোনা যাচ্ছে, পরিচালক ফারহান আখতার নিজে একটি চরিত্রে অভিনয় করতে পারেন। তবে তিনি কোন নায়িকার সঙ্গে প্রেম করবেন এবং তৃতীয় নায়ক কে— এই দু’টি প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement