Brijesh Tripathi Death

ডেঙ্গির পরেই আচমকা হৃদ্‌রোগ! প্রয়াত জনপ্রিয় ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

বলিউডে অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন ব্রিজেশ ত্রিপাঠী। কিন্তু দর্শক তাঁকে মনে রেখেছেন ভোজপুরী ছবিতে অভিনয়ের জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩
Share:

ব্রিজেশ ত্রিপাঠী। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সূত্রের খবর, সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গিতে আক্রান্ত হন। মেরঠের একটি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বইয়ে ফিরেও আসেন তিনি। কিন্তু রবিবার আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন ব্রিজেশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ভোজপুরী ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের কেরিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে ছবির জগতে অভিষেক হয় তাঁর। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাঁকে দেখেছেন দর্শক।

বলিউডে অভিনয় করলেও, ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশ। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষণ বলেন, ‘‘আমরা একসঙ্গে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছি। ওঁর প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’ সোমবার মুম্বইয়ে ব্রিজেশের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement