Victor Banerjee health update

ভর্তি ছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ভিক্টর, কী হয়েছিল বর্ষীয়ান অভিনেতার?

হঠাৎ বুকে ব্যথা। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। এখন কেমন আছেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ১৩:৩১
Share:

ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সূত্রের খবর, বুধবার অভিনেতাকে উত্তরাখণ্ডের মুসৌরির এক হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, অভিনেতা বুকে ব্যথা অনুভব করেন। তার পর ৭৮ বছর বয়সি অভিনেতাকে হাসপাতালে আইসিইউতে রাখার নির্দেশ দেন চিকিৎসকেরা।

Advertisement

খবর, চিকিৎসকদের আশঙ্কা ছিল, অভিনেতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। সাময়িক ভাবে অভিনেতার রক্তচাপ কমে গিয়েছিল। তবে প্রাথমিক পরীক্ষার পর অভিনেতা সুস্থ আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। আইসিইউ থেকে পরে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। শনিবার ভিক্টর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, এই মুহূর্তে ভিক্টর দেহরাদূনে রয়েছেন।

সত্যজিৎ রায়ের একাধিক ছবি এবং বিদেশি ছবিতে অভিনয় করেছেন ভিক্টর। দীর্ঘ বিরতির পর গত বছর ‘রক্তবীজ’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ভিক্টরের অভিনয় দর্শকের মন জয় করে নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement