Urfi Javed

বুকের উপর নীল ডানা, পোশাক বলতে সেটুকুই! অশালীনতার অভিযোগের মাঝে আরও উন্মুক্ত উরফি

নীল রঙের দুটো বাঁকানো শিং অথবা ডানা। তার উপর আকাশি রঙের পালক আটকানো। দুই স্তনবৃন্তের উপর দু’টি সে রকম অদ্ভুতদর্শন ডানা লাগিয়ে ক্যামেরার সামনে এলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১২:২৭
Share:

পায়ের এক দিক কোমর থেকেই উন্মুক্ত হওয়ায় দেখা যাচ্ছে জুতোর বাহারও। ঠিক কী সাজতে চেয়েছেন উরফি? ছবি:ইনস্টাগ্রাম

বিতর্ক দূরে থাক। মামলা-মোকদ্দমাও পরে সামলানো যাবে। সকাল সকাল নতুন অবতারে হাজির উরফি জাভেদ। পরি সেজেছেন তিনি। চোখে রাগের অভিব্যক্তি। শরীরের অধিকাংশই অনাবৃত। নিম্নাঙ্গে এক দিক চেরা নীল স্কার্টের মতো পোশাক। ঊর্ধ্বাঙ্গে কিছু নেই বললেই চলে, তবে আছে। নীল রঙের দুটো বাঁকানো শিং অথবা ডানা। তার উপর আকাশি রঙের পালক আটকানো। দুই স্তনবৃন্তের উপর দুটি সে রকম অদ্ভুতদর্শন ডানা লাগিয়ে ক্যামেরার সামনে এলেন। পায়ে সাদা রঙের হিল তোলা জুতো। ফিতের প্যাঁচ এসে পড়েছে হাঁটুর কাছে। পায়ের এক দিক কোমর থেকেই উন্মুক্ত হওয়ায় দেখা যাচ্ছে জুতোর বাহারও। ঠিক কী সাজতে চেয়েছেন উরফি?

Advertisement

কারও কারও মনে হল, স্তনের উপর ডানা দু’টি আসলে শয়তানের শিং। আবার কেউ সেটিকে নিছক পরির সাজই মনে করছেন। ভিডিয়ো পোস্ট করে দুটি নীল পালকের ইমোজি দিয়েছেন উরফি। এই পোশাক অশালীন কি না, তা নিয়েও তর্ক বেধে যায় মন্তব্যকারীদের মধ্যে।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ অশালীনতার অভিযোগ দায়ের করেছেন মডেল-তারকার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করেছিল উরফিকে। থানায় গিয়ে নিজের বয়ান নথিবদ্ধ করে এসেছেন তিনি। তার পরই নতুন পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement