Urfi Javed

খোলা বুকে লাড্ডু মুখে উরফি! সারা গায়ে নরম আলো, নিজেই আতশবাজি দীপাবলির ভিডিয়োয়

দিওয়ালিতে নতুন চমক! অনাবৃত উরফির লাড্ডু খাওয়ার ভিডিয়ো ঘুরছে হাতে হাতে। এ ভাবেও শুভেচ্ছা জানানো যায়! তাজ্জব সকলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৮:০৭
Share:

উরফি মানেই নিত্যনতুন চমক -ফাইল চিত্র

পরনে লম্বা ঝুলের কালো স্কার্ট। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। বাঁ হাতে স্তনদ্বয় আড়াল করে বিশাল লাড্ডুতে কামড় বসিয়ে দিওয়ালির শুভেচ্ছা উরফি জাভেদের। খাওয়ার সময় তাঁর ঠোঁটে লেগে যাচ্ছিল মিষ্টি। জিভ দিয়ে চেটে সোজা তাকালেন ক্যামেরায়। আলতো কামড় বসালেন ফের।আলোর উৎসব কাছে এসে পড়েছে। সবাই যখন উদ্‌যাপনে ব্যস্ত, পার্টিতে যাচ্ছেন, উরফি তখনও অন্য অবতারে। মনোরম পরিবেশে আলোছায়া মেখে আরাম কেদারায় বসে পোজ দিলেন তারকা। রং মিলিয়ে লাল টুকটুকে ফুলের ঝাড় এক পাশে। পিছনে আকাশ রঙা বন্ধ দরজা। সামনে ছোট্ট সেন্টার টেবিলে দীপালিকার মাটির প্রদীপ। আগুনের শিখার নরম আলো প্রতিফলিত হচ্ছে উরফির খোলা ত্বকে। সব মিলিয়ে ধমাকা হয়ে দেখা দিলেন প্রাক্তন বিগ বস তারকা। এ বার আর ফ্যাশনে নয়, অর্ধেক অনাবৃত হয়েই কোটি হৃদয়ে তুফান তুললেন তিনি। সেই আবেদনে মজলেন কেউ কেউ। কেউ আবার কটাক্ষ-বাণে জর্জরিত করার চেষ্টা করলেন। উরফি কি আর এসবের ধার ধারেন?তবু মন্তব্য ভেসে এল, “দিওয়ালিতে ভাল কিছুও তো করতে পারেন!” কেউ বললেন, “দিদি, এমনিও লাড্ডু খেতে পারতেন, পোশাক খুললেন কেন?” আবার কেউ “ধুর, যত্ত সব!” বলেই ক্ষান্ত দিলেন। তবে ভিডিয়ো নিমেষে ভাইরাল। এমন অভিনব দিওয়ালির শুভেচ্ছা এর আগে কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। উরফি মানেই নিত্যনতুন চমক। কাল কী অপেক্ষা করে আছে কে জানে!

Advertisement

নিজেকে নিয়ে অনবরত হাসিঠাট্টাও করে চলেন উরফি। নতুন গানের ভিডিয়ো ‘হায়ে হ্যায় ইয়ে মজবুরি’-র শুটিঙে দোলনা থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন সম্প্রতি। সবাই তড়িঘড়ি ছুটে এসে টেনে তোলেন অভিনেত্রীকে। এ দিকে তিনি হেসেই যাচ্ছেন। নিজের সেই দুর্ঘটনার ভিডিয়োর নীচেই পরে ক্যাপশনে লেখেন, “আরে, সত্যি সত্যি হায় হায় কেস হতে যাচ্ছিল!” সত্তরের দশকের হিন্দি ছবি ‘রোটি কাপড়া অউর মকান’-এর জনপ্রিয় গান ‘হায়ে হ্যায় ইয়ে মজবুরি’-র রিমেকের পিছনে রয়ে যাবে সেই গল্প। উরফিই নাকি এ যুগের জিনাত আমন, ভাইরাল মিউজিক ভিডিয়ো দেখে বলছিলেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement