দেবী চৌধুরানী ধারাবাহিকের দৃশ্য।
ছোট পর্দার প্রযোজক সুব্রত রায়ের সঙ্গে এখনও ঝামেলা মেটেনি আর্টিস্ট ফোরামের। সোমবার শিল্পীদের জানানো হয়, তাঁরা যেন শুটিং না করেন।
বিভিন্ন চ্যানেলে সুব্রতর প্রযোজনায় ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’ চলছে। সেই সব ধারাবাহিকের শিল্পীরা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাননি। উপরন্তু তাঁদের টিডিএস সুব্রত জমা দেননি বলেই খবর। আর্টিস্ট ফোরামের হুঁশিয়ারি সত্ত্বেও সুব্রত এই দু’টি ব্যাপারে টালবাহানা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার ফোরাম এক দফা শুটিং বন্ধের নির্দেশ দেয়। ফলে শুক্র, শনি কোনও শুটিং হয়নি সুব্রতর প্রযোজনায়। ঠিক হয়েছিল, সোমবারের মধ্যে সুব্রতকে সকলের পাওনা মেটাতে হবে। ওই দিন সকালে মাত্র কয়েক জনের টিডিএস জমা পড়ে। এর পরেই আর্টিস্ট ফোরাম ফের শুটিং বন্ধের নির্দেশ দেয়।
ফোরামের অভিযোগ, সুব্রত পাওনা তো বাকি রেখেছেনই, তার উপরে শিল্পীদের নানা ভাবে হেনস্থা করেছেন। শিল্পীদের পাঠানো ফোরামের বার্তায় বলা হয়েছে, আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন তাঁরা শুটিং বন্ধ রাখেন। অনির্দিষ্টকাল পর্যন্ত এই পরিস্থিতি চললে, ধারাবাহিকের টেলিকাস্টের উপরে নিশ্চিত ভাবে তার প্রভাব পড়বে।