Trina Saha

তৃণা আর নীলের বিয়ে: দেখে নিন গায়ে হলুদের ছবি

এ দিন দুপুরে আত্মীয়-পরিজনেদের নিয়ে হইহই করে সারা হল বর-কনের গায়ে হলুদের রীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৩
Share:

তৃণা সাহার গায়ে হলুদের অনুষ্ঠান।

বর-কনের সাজ দেখার অপেক্ষায় ফোনের দিকে তাকিয়েই বসে নেটাগরিকেরা। বৃহস্পতিবার গধুলি লগ্নে বিয়ে তাঁদের। তারই আগে দেখতে পাওয়া গেল টেলি দুনিয়ার পরিচিত জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহার গায়ে হলুদের অনুষ্ঠানের কিছু ছবি।

Advertisement

এ দিন দুপুরে আত্মীয়-পরিজনেদের নিয়ে হইহই করে সারা হল বর-কনের গায়ে হলুদের রীতি। গলায়, হাতে, কপালে ফুলের গয়নায় অন্য রূপ তৃণার। পরনে সাদা-হলুদ শাড়িতে বসন্তের গন্ধ। গালে হলুদের ছোঁয়া পড়তেই কনের ঠোঁটে ফুটেছে হাল্কা হাসি। তাতে খানিক যেন ফুটে উঠছে তৃণার মনের ভাবটা।

তৃণার গায়ে হলুদ।

নীল ভট্টাচার্যর গায়ে হলুদের অনুষ্ঠান।

কনের সাজের সঙ্গে মানানসই বরের বেশও। গায়ের পাঞ্জাবিতে সাদার উপরে হাল্কা জড়ির কাজ। গালে হলুদের ছোঁয়ায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর হাসিও।

Advertisement

নীল ভট্টাচার্য।

অনুষ্ঠানস্থলও যত্নে সাজানো হয়েছে ফুলে। সেই সাজ দেখে মনে পড়ে যেতেই পারে বিরুষ্কার বিয়ের কয়েকটি মুহূর্তের কথা।

তৃণা সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement