বিরসা
টলিউডের অভিনেতারা যেমন ওয়েব প্ল্যাটফর্মে পরপর কাজ করছেন, পরিচালকেরাও সে পথেই হাঁটছেন। সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছনোর এর চেয়ে সহজ মাধ্যম আর নেই। ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিরসা দাশগুপ্তর নতুন ওয়েব সিরিজ় ‘মাফিয়া’। ভারতীয় ওয়েবের ধারা মেনে এটিও সাইকোলজিক্যাল থ্রিলার। করোনার জেরে যেখানে সিনেমার কাজ বন্ধ, সেখানে ওয়েবে কাজের সুযোগ কি স্বস্তি দিচ্ছে? ‘‘আমি যখন ‘মাফিয়া’র কাজ শুরু করেছিলাম তখন কোভিডের পরিস্থিতি ছিল না। সর্বভারতীয় প্ল্যাটফর্মের জন্য কাজ করাটাই মাথায় ছিল,’’ বললেন বিরসা।
প্রথম বার ওয়েব সিরিজ় পরিচালনা করছেন বলেই কি থ্রিলারের মতো সেফ জ়ঁরের দিকে ঝুঁকলেন? ‘‘ঠিক তা নয়। ‘মাফিয়া’র আইডিয়া ও কনসেপ্ট অরিত্র সেন আর রোহন ঘোষের। আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল,’’ জবাব বিরসার। তবে তাঁর বক্তব্য, নিছক গতে বাঁধা থ্রিলার সিরিজ় তিনি বানাননি। বলছিলেন, ‘‘থ্রিলারের মোড়কে স্যাটায়ারের ছোঁয়া। এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে একটা শহুরে ঔদ্ধত্য থাকে। ঝোঁকের বশে এমন কিছু করে ফেলে, পরবর্তীকালে যার রেশ থেকে যায়। খেলার মধ্য দিয়ে গোটা গল্পটা বলা হয়েছে।’’ অভিনয় করেছেন নমিত দাস, ইশা সাহা, অনিন্দিতা বসু, ঋদ্ধিমা ঘোষ, তন্ময় ধনানিয়া, অঙ্কিতা চক্রবর্তী প্রমুখ।
ওয়েবের জন্য কাজ করলেও বিরসার প্রথম পছন্দ সিনেমা হল। তাঁর মতে, ‘‘ওটিটি রিলিজ়ের প্রবণতা সাময়িক। একজন প্রযোজকের কাছে ছ’মাস, এক বছরের জন্য ছবি জমে থাকা মানে বিরাট আর্থিক ক্ষতি। সে জায়গা থেকে কেউ ওটিটিতে ছবি ছেড়ে দিলে তাতে দোষের কিছু নেই। একটা ছবি প্রথমে সিনেমা হলে দেখানো হবে, তার পর টিভি এবং ওটিটিতে। এই সিস্টেমে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই কারণে সমস্যা হচ্ছে।’’ গত বছর অগস্ট-সেপ্টেম্বর নাগাদ সিরিজ়ের শুটিং করেছিলেন। গত কয়েক মাসে পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত ছিলেন। করোনার প্রকোপে বাড়ি থেকে বেরোচ্ছেন না পরিচালক। যে কারণে তিনি নিজেও বোঝেন, এখনই সিনেমা হল খুলে দিলে ভিড় হওয়ার সম্ভাবনা নেই। ‘‘প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে চাইবেন না। বিনোদন পরে,’’ মন্তব্য বিরসার।
আরও পড়ুন: কেন টলিউড মজেছিল টিকটকে? কী বলছেন ঋতুপর্ণা, যিশু, মনামী, বনি?
তবে পরিচালক শুটিং ফ্লোরে ফেরার অপেক্ষায়। এসভিএফ-এর সঙ্গে তাঁর ‘বিবাহ অভিযান’-এর সিকুয়েল করার কথা। চলছে অন্য ছবি নিয়ে আলোচনাও।