Jeet Ganguly

Jeet Ganguly: টলিউডেও করোনা আতঙ্ক, কোভিড পজিটিভ সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়

বলিউডে এই রোগে আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। করিনা কপূর, অর্জুন কপূর থেকে শুরু করে নোরা ফতেহি। শনিবার ম্রুনাল ঠাকুরও কোভিডে আক্রান্ত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৯:৩৭
Share:

কোভিড পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়।

কোভিড পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়। বছরের প্রথম দিনই খবর দিলেন টলিউডের সুরকার।

Advertisement

জিৎ টুইট করে লিখলেন, ‘কোভিড আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে আমার। শরীর আপাতত ঠিকই আছে। নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের কথা মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ করছি।’ একইসঙ্গে এই কয়েক দিনে যাঁদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে তাঁদের সকলকেই কোভিড পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন জিৎ।

ইতিমধ্যে ঋতাভরী চক্রবর্তীর দিদি, অভিনেত্রী চিত্রাঙ্গদা এবং মা শতরূপা সান্যাল একই রোগে আক্রান্ত হয়েছেন। বাড়িতেই বড়দিনের পার্টি দিয়েছিলেন শতরূপা। সেখান থেকেই রোগ ছড়ায়। কোভিড পজিটিভ ঋতাভরীর সহকারী মধুজাও।

Advertisement

বলিউডেও কোভিডে আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। করিনা কপূর, অর্জুন কপূর থেকে শুরু করে নোরা ফতেহি। অভিনেত্রী ম্রুনাল ঠাকুরও এই রোগের শিকার। শনিবার নিজেই জানিয়েছেন সে কথা। এ বার টলিউডকেও একই আতঙ্ক গ্রাস করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement