রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
শেষ কয়েক বছরে স্টু়ডিয়োপাড়ায় একটি ট্রেন্ড বেশ লক্ষণীয়। বেশির ভাগ অভিনেতাই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছেন। কেউ খুলেছেন প্রযোজনা সংস্থা, তো কেউ শুরু করেছেন ক্যাফে। কেউ আবার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন, কেউ আবার শুরু করেছেন নিজস্ব শাড়ি, জামা-কাপড়ের ব্যবসা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। ঋতুপর্ণার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। রচনাও বেশ কয়েক বছর হল শুরু করেছেন নিজের শাড়ির ব্যবসা।
এই ব্যবসা শুরু করার পর অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। বহু বছর ধরে বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে মাঝে অনেক বছর কেটে গিয়েছে। এখন আর তাঁকে দেখা যায় না বড় পর্দায়। তবে তাঁর সঞ্চালিত শো ‘দিদি নম্বর ১’ খুবই চর্চিত। তাঁর বর্তমান পরিচয় ‘দিদি’ হিসাবে। ফলে রচনা যখন শাড়ির ব্যবসা শুরু করেন, তখন তাঁকে অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল। বর্তমানে রমরমিয়ে চলছে সেই ব্যবসা। এ বার নিজের ব্যবসার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, শাড়ির ব্যবসার পাশাপাশি তিনি এ বার নিজস্ব প্রসাধনী সংস্থা খুলতে চলেছেন রচনা। সেখানে নাকি তাঁর নামেই রূপসজ্জার সামগ্রী পাওয়া যাবে। তবে এ তাঁর নতুন পরিকল্পনা সম্পর্কে এখনই প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী।
শোনা যাচ্ছে, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এ বার শুধু বাজারে আসার অপেক্ষা। সম্ভবত জুন মাসের শেষেই নতুন সংস্থার কথা ঘোষণা করবেন তিনি। একটা সময় অনেকেই প্রশ্ন তুলেছিলনে, শুধু মাত্র ‘দিদি নম্বর ১’ শো-এর সঞ্চালনা করেন বিলাসবহুল জীবনযাপন করেন কী করে? নায়িকা অবশ্য কোনও দিন বাইরে কোনও কথায় কান দেন না। এ ক্ষেত্রেও কোন উত্তর আসেনি। শোনা যাচ্ছে, নিজের এই নতুন সংস্থা নিয়ে তিনি খুবই উত্তেজিত। আগামী দিনে নিজের ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে।