Rukmini Maitra

মুম্বইয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত রুক্মিণী

অসুস্থতার কারণে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি বলে জানালেন টলিউডের সুপারস্টার দেবের বান্ধবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ০৪:০৯
Share:

অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবি সংগৃহীত

সুস্থ হওয়ার পথে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুম্বইয়ে শ্যুটিং করার সময় কোভিডের কবলে পড়েছিলেন তিনি। অসুস্থতার কারণে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি বলে জানালেন টলিউডের সুপারস্টার, দেবের বান্ধবী।

Advertisement

করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ২১ দিন পরে ইনস্টাগ্রামে পোস্ট করলেন রুক্মিণী। তাঁর অসুস্থতা সম্পর্কে যাবতীয় তথ্য দিলেন নিজের অনুরাগীদের। রুক্মিণী জানালেন, কোভিড আক্রান্ত হওয়ার পরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মায়েরও কোভিড পরীক্ষা হয়েছিল। নেগেটিভ আসে। শারীরিক পরিস্থিতির কারণে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি। অভিনেত্রী নিজেও এখন করোনা মুক্ত। ১৪ দিন নিভৃতবাসে কাটানোর পরে তিনি এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। এমনকি খুব তাড়াতাড়ি ফের শ্যুটিং শুরু করবেন বলেও জানালেন।

মুম্বইয়ে তাঁর প্রথম হিন্দি ছবির শ্যুটিং চলছে। বিপুল শাহ প্রযোজিত ইমোশনাল অ্যাকশন থ্রিলার ‘সনক’-এ অভিনয় করছেন তিনি। রুক্মিণীর বিপরীতে রয়েছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। ছবিটি পরিচালনা করছেন কণিষ্ক বর্মা। রুক্মিণী-বিদ্যুৎ ছাড়াও আর একটি মুখ্য চরিত্রে চন্দন রায় সান্যালকে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement