Rukmini Maitra

বলিউডে পা রুক্মিণীর

ছবিতে আর একটি মুখ্য চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ০৭:৩৮
Share:

রুক্মিণী ও বিদ্যুৎ

হিন্দিতে ডেবিউ করতে চলেছেন রুক্মিণী মৈত্র। তাঁর প্রথম হিন্দি ছবির নায়ক বিদ্যুৎ জামওয়াল। ‘সনক’ নামে একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলারে জুটি বাঁধছেন রুক্মিণী এবং বিদ্যুৎ। বিপুল শাহের প্রযোজনায় এই ছবির পরিচালনা করবেন কণিষ্ক বর্মা। ছবিতে আর একটি মুখ্য চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকেও।

Advertisement

নিজের প্রথম হিন্দি ছবি প্রসঙ্গে রুক্মিণী বললেন, ‘‘মাস দুই-তিনেক আগে আমার কাছে প্রস্তাবটা আসে। বিদ্যুতের বিপরীতে ওঁরা একটা নতুন মুখ খুঁজছিলেন। বিপুল স্যর আগেই আমার কাজ দেখেছিলেন। আমার একটা সাক্ষাৎকার পড়ে আমাকে কাস্ট করার কথা ভেবেছিলেন উনি। পরে একটা অনলাইন অডিশনও দিই। এমন একটা সুযোগ পেয়ে খুবই ভাল লাগছে।’’ মুম্বই ছাড়াও বিদেশে শুটিং হবে ‘সনক’-এর। ‘কম্যান্ডো’ ফ্র্যাঞ্চাইজ়ি-খ্যাত বিপুলের সঙ্গে বিদ্যুতের এটি পঞ্চম কাজ। ‘খুদা হাফিজ়’-এর সিকুয়েলের পরেই এ ছবির প্রস্তুতি শুরু করে দেবেন বিদ্যুৎ। অ্যাকশন তো আছেই, এ ছবিতে খানিকটা অন্য রকম অবতারেও দেখা যাবে নায়ককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement