Dev

অভিমানী দেব! জীবনের প্রথম নায়িকা বেছে নিলেন অন্য নায়ককে

অন্য নায়িকাকে নিয়ে নাচগানে মজলেন দেবের নায়িকা। তা দেখে অভিমানী অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৮:২৪
Share:

প্রথম ছবির নায়িকাকে পুরনো নায়কের সঙ্গে দেখে কী বললেন দেব? ছবি: সংগৃহীত।

তাঁরা এক কালের হিট জুটি। আবার নায়কের জীবনের প্রথম নায়িকা তিনি। এখন তাঁর নতুন পরিচয় হল দিদি। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে তাঁকে প্রতি দিন দেখেন দর্শক। এ বার নিজের মঞ্চেই দুই নায়কের মাঝে পড়ে বেজায় সমস্যায় পড়লেন রচনা।

Advertisement

তাঁর অতিথি হিসাবে মঞ্চে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। দুজনের সঙ্গেই খুব ভাল সম্পর্ক তাঁর। প্রসেনজিতের সঙ্গে বহু ছবিতে জুটি বেঁধেছেন রচনা৷ তাই তো প্রিয় নায়ককে সামনে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা রচনা। তাঁদের জনপ্রিয় ছবি ‘সবুজ সাথী’, সেই গানেই পা মেলালেন তাঁরা। আর রচনা-প্রসেনজিতের যুগলবন্দি দেখে অভিমানী দেব।

দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’। যে ছবির নায়িকা ছিলেন রচনা। জীবনের প্রথম নায়িকাকে তাঁর পুরনো নায়কের সঙ্গে দেখে রেগে গেলেন দেব। অভিমানী দেব রচনাকে বলেন, ‘‘কাছের মানুষকে ভুলে গেলে আর এক কাছের মানুষকে পেয়ে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement