Arunima Ghosh

কলেজের এক অধ্যাপকের সঙ্গে প্রেম করছেন অরুণিমা! কী বললেন নায়িকা?

অরুণিমা ঘোষ টলিপাড়ার চর্চিত মুখ৷ এ বার নতুন সম্পর্ক নিয়ে বিতর্কে নায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩
Share:

অভিনেত্রী অরুণিমা ঘোষ কি সম্পর্কে জড়িয়েছেন? ছবি: সংগৃহীত।

সকাল সকাল মনোজ চক্রবর্তী নামক এক ব্যক্তির ফেসবুকে একটি পোস্ট। লিখেছেন, অভিনেত্রী অরুণিমা ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ তার পর থেকেই টলিপাড়ায় জল্পনা, তা হলে কি নতুন প্রেমের ইঙ্গিত?

Advertisement

মনোজ চক্রবর্তীর ফেসবুক পোস্ট। ছবি:ফেসবুক।

যদিও নায়িকার ফেসবুকের পাতা ঘাঁটলে তেমনটা লক্ষ করা যাচ্ছে না। তা হলে ব্যাপারটা কী? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় অরুণিমার সঙ্গে। অভিনেত্রী তো হেসেই গড়াগড়ি। তাঁর কথায়,"এরা কি পাগল? আমি এই লোকটিকে চিনিও না। আমায় এক সহকর্মীও সকাল সকাল এই পোস্টটি পাঠিয়েছে। আমি তো বুঝতে পারছি না কী করা যায়। নিশ্চয়ই কিছু পদক্ষেপ করব।"

মনোজ নামক লোকটির প্রোফাইল বলছে তিনি নাকি অধ্যাপক। যদিও এই ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মুখ নন।

Advertisement

প্রসঙ্গত, এই মুহূর্তে 'মায়াকুমারী'র মুক্তির অপেক্ষায় নায়িকা। ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। আপাতত এই সব কিছুতে মন দিতে মোটেই রাজি নন অরুণিমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement