Tollywood

মধুচক্রে গ্রেফতার চলতি বাংলা সিরিয়ালের পুলিশ চরিত্র

পুলিশ সূত্রে খবর, রাসবিহারী অ্যাভিনিউয়ের মধুচক্রে তিনি ছিলেন খরিদ্দার হিসাবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ২০:৫০
Share:

গ্রেফতার টলিউডের পরিচিত অভিনেতা

ম্যাসাজ পার্লার এবং থাই স্পায়ের আড়ালে চলছিল মধুচক্র। পুলিশি হানায় সেখান থেকেই হাতেনাতে গ্রেফতার টলিউডের এক পরিচিত অভিনেতা। পুলিশ সূত্রে খবর, রাসবিহারী অ্যাভিনিউয়ের মধুচক্রে তিনি ছিলেন খরিদ্দার হিসাবে।

Advertisement

শনিবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা দক্ষিণ এবং মধ্য কলকাতায় দু’টি মধুচক্রতে হানা দেন। পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জ থানা এলাকায় রাসবিহারী অ্যাভিনিউতে এ রকমই একটি চক্র চলছিল ‘ব্লসম থাই স্পা’তে। সেখানেই ওই অভিনেতাকে ধরা হয়। আর একটি রফি আহমেদ কিদওয়াই রোডের ‘সিটি বার্ড জেন্টস’। দুই মধুচক্র মিলিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রেম করছেন নেহা কক্কর, বিয়ে কি তবে সামনেই?

Advertisement

চলতি একটি ধারাবাহিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ধৃত অভিনেতা। আনন্দবাজার ডিজিটাল ধারাবাহিকের পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় না করায় শুটিংয়ে এখনই ওঁর ডাক পড়বে না।’’ যদিও অভিনেতার আচরণ নিয়ে কোনও দিনই কোনও অভিযোগ শোনা যায়নি বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement