Srabanti Chatterjee

শ্রাবন্তীর বরই নাকি ‘সব চেয়ে সেরা রিকশাওয়ালা’! আপনি জানতেন?

ব্যাপারটা কি খানিক গোলমেলে মনে হল? কেবিন ক্রু সুপারভাইজার আর রিকশাচালক, দু’টি পেশার মধ্যে যে বিন্দুমাত্র মিলও নেই! তাহলে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১৫:৪৩
Share:

শ্রাবন্তী এবং রোশন। ছবি-ইনস্টাগ্রাম।

টলিউডের পয়লা সারির নায়িকা শ্রাবন্তীর স্বামী রোশন ওরফে মন্টি পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু তিনি যে রিকশাও চালাতে পারেন তা কি আপনি জানতেন?শুধু তাই নয়, শ্রাবন্তীর চোখে তিনি নাকি ‘সব চেয়ে সেরা রিকশাওয়ালা’!

Advertisement

ব্যাপারটা কি খানিক গোলমেলে মনে হল? কেবিন ক্রু সুপারভাইজার আর রিকশাচালক, দু’টি পেশার মধ্যে যে বিন্দুমাত্র মিলও নেই! তাহলে?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, তুঁতে-নীল শাড়ি পরে একটি রিকশায় বসে আছেন শ্রাবন্তী। এই অবধি ঠিকই ছিল। এর পরেই দেখা গেল আসল চমক। রিকশাচালকের আসনে বসে আছেন স্বয়ং রোশন!

Advertisement

আরও পড়ুন- কল্কির মা হওয়ার খবর শুনে কী বললেন প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপ?

The best rickshaw Wala I have ever come across @singhroshan399

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

ক্যাপশনে বরের উদ্দেশে শ্রাবন্তী লিখেছেন, ‘এখনও পর্যন্ত আমার দেখা সবচেয়ে সেরা রিকশাওয়ালা।’ ট্যাগ করেছেন রোহনকে। ছবির পিছনে হোর্ডিং দেখে ধারণা করা যাচ্ছে, ওপার বাংলায় গিয়ে দু’জনেই মজায় মেতেছেন।

আরও পড়ুন-সইফ-করিনার বিয়ে হচ্ছে জেনে অমৃতার মনের অবস্থা কী হয়েছিল? জানালেন সারা...

কিছু দিন আগেই রোশন সিংহকে বিয়ে করেছেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন তাঁরা। রোশনের বাড়ি সেখানেই।রোশনের সঙ্গে বিয়ের আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছিল শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে।রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ঝিনুক। তবে মায়ের সঙ্গেই থাকে ছেলে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তাঁরা। তখন শোনা যাচ্ছিল, দু’জনে একসঙ্গে ছবিও করবেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। তার কারণ কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এ বছর জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর। তার পরেই গত পয়লা বৈশাখে খানিকটা অন্তরালেই বাগদান সারেন রোশন এবং শ্রাবন্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement