একাধিক ছবি করেছেন। পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করেছেন। কিন্তু মাত্র আচমকাই থমকে গেল বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর জীবন। ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে অভিনেত্রীর টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথম থেকেই সন্দেহে তির ছিল রাইমার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেলের দিকে। পুলিশ তাঁকে জেরা করতে প্রাথমিক ভাবে স্ত্রীকে হত্যা করার স্বীকার করেছেন তিনি। অভিনেত্রীর লাশ গুম করতে নোবেলকে তাঁর বন্ধু ফহাদ সাহায্য করেছে বলে দাবি পুলিশের।
স্বামী ও দুই সন্তান নিয়ে রাইমা রাজধানীর গ্রিনরোড এলাকার থাকতেন। রবিবার সকালে কাউকে কিছু না বলেই তিনি বাড়ি থেকে বেরোন। সন্ধ্যাতেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে বারবার ফোন করেন পরিবারের লোকেরা। কিন্তু রাইমার ফোন ছিল বন্ধ। অবশেষে রাস্তার ধার থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ।