Bangladesh

Raima Islam Shimu: অভিনেত্রী শিমুকে খুন করে নিখোঁজ হওয়ার গল্প সাজিয়েছিলেন তাঁর স্বামী নোবেল

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৭:৫৫
Share:

বিশিষ্ট অভিনেত্রী রাইমা ইসলাম শিমু

বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর হত্যাকারী কে? অতি দ্রুত রহস্য সমাধানের দাবি বাংলাদেশ পুলিশের। রবিবার নিখোঁজ হন অভিনেত্রী। সোমবার রাস্তার ধারে পাওয়া যায় তাঁর বস্তাবন্দি মৃতদেহ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড, শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল সব দোষ স্বীকার করেছেন। অভিনেত্রীর মৃতদেহ গুম করতে নোবেলকে সাহায্য করেছেন তাঁর বন্ধু ফরহাদ।

Advertisement

শোকস্তব্ধ অভিনেত্রীর অনুরাগীরা

পুলিশ সুপার মারুফ বলেন, ‘‘আমরা শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছিলাম। এই খুনের সঙ্গে তাঁরা জড়িত জেনে তাঁদের গ্রেফতার করা হয়েছে।’’
হত্যার পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন দু'জন। বাজেয়াপ্ত করা হয়েছে মরদেহ লুকনোর কাজে ব্যবহৃত গাড়ি।
মর্মান্তিক এই হত্যাকাণ্ডের কথা জেনে শোকস্তব্ধ অভিনেত্রীর অনুরাগীরা। পঞ্চাশটির বেশি টিভি নাটক এবং কুড়িটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিমু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement