Telugu Actress

Actress Death: দোল খেলে বাড়ির পথে, গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৬-এ প্রয়াত অভিনেত্রী

শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সি গায়ত্রী। হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৩:২৫
Share:

মাত্র ২৬-এই প্রয়াত গায়ত্রী।

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত তেলুগু অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

জানা যাচ্ছে, শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সি গায়ত্রী । অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বন্ধুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একই দুর্ঘটনায় এক পথযাত্রীও প্রাণ হারান। গাড়িটি ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর উল্টে গিয়ে তাঁর উপর পড়ে। সেই গাড়ির নীচে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর।

Advertisement

নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’-এর পাশাপাশি নানা স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement