Tarzan

Tarzan: বিমান দুর্ঘটনায় প্রয়াত ‘টারজান’ খ্যাত অভিনেতা, চলছে দেহ উদ্ধারের কাজ

স্থানীয় সময়, শনিবার বেলা ১১টা নাগাদ ন্যাশভিলের কাছে একটি হ্রদে গিয়ে পড়ে সেই বিমান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:৫১
Share:

 ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা।

আমেরিকার টেনাসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা প্রশাসনের। তাঁদের মধ্যে ছিলেন ‘টারজান’ ধারাবাহিক খ্যাত অভিনেতা জো লারা এবং তাঁর স্ত্রীও। যদিও এখনও কারও মৃতদেহ উদ্ধার করা যায়নি। ছোট বিমানটিতে ৭ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই নিঁখোজ।

Advertisement

স্থানীয় সময়, শনিবার বেলা ১১টা নাগাদ ন্যাশভিলের কাছে একটি হ্রদে গিয়ে পড়ে সেই বিমান। এখনও পর্যন্ত দেহ উদ্ধারের কাজ করছেন উদ্ধার-কর্মীরা। কেউ বেঁচে নেই বলেই ধারণা রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেস্কিউ (আরসিএফআর)-এর। বিমান দুর্ঘটনার কারণও জানা যায়নি এখনও।

Advertisement

‘টারজান’ খ্যাত অভিনেতা জো লারা।

১৯৮৯ সালে ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘টারজান: দি এপিক অ্যাডভেঞ্চারস’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ‘বেওয়াচ’, ‘ম্যাগফিক্যান্ট সেভেন’, ‘আমেরিকান সাইবর্গ: স্টিল ওয়ারিয়র’ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement