প্রতীকী ছবি।
চেন্নাইয়ে নিজেদের বাসভবন থেকে উদ্ধার করা হল তামিল অভিনেতা শ্রীধর এবং তাঁর বোন জয়া কল্যাণীর দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তাঁরা।
বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রীধর এবং জয়া যে বাড়িতে থাকতেন দু’দিন ধরে সেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরাই স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ এসেই তাঁদের পচা-গলা দেহ উদ্ধার করে। দেহদু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের অনুমান, লকডাউনে দীর্ঘদিন ধরে হাতে কোনও কাজ না থাকায় মানসিক অবসাদের শিকার হয়েই এমনটা করেছেন ওই ভাই-বোন।
আরও পড়ুন - ছেলের কেরিয়ার বাঁচাতে বিখ্যাত প্রযোজককে বিশেষ শর্ত দেন অমিতাভ বচ্চন!
তবে লকডাউনে কাজ হারানোর যন্ত্রণায় আত্মহত্যা নতুন নয়। এর আগেও মনমীত এবং গ্রেওয়াল এবং প্রেক্ষা মেহতার মতো ছোট পর্দার অভিনেতারাও একই পথ বেছে নিয়েছিলেন। করোনা, লকডাউন যে চলচ্চিত্র শিল্পীদেরও চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মনমীত, প্রেক্ষা এবং শ্রীধর-জয়াই এর জ্বলন্ত প্রমাণ।
আরও পড়ুন- ‘অভয়ের সঙ্গে কাজ করা এক কষ্টদায়ক অভি়জ্ঞতা’, ‘দেব-ডি’ প্রসঙ্গে বিস্ফোরক অনুরাগ