Kareena Kapoor Khan

তৈমুরের ‘কম্পিটিটর’ এসে গেল, ‘সইফিনা’র দ্বিতীয় সন্তানের আগমনে মিমে ছয়লাপ নেটমাধ্যম

নেটাগরিকদের একাংশ টুইটার ভরিয়ে দিয়েছে তৈমুরকে নিয়ে নানা ধরনের মিমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৪
Share:

তৈমুর আলি খান।

খেলার সঙ্গী পেল তৈমুর আলি খান। রবিবার সকালে তার ছোট্ট ভাই এল পৃথিবীতে। তার সঙ্গেই ধেয়ে এল মিমের বন্যা।

নেটাগরিকদের একাংশ টুইটার ভরিয়ে দিয়েছে তৈমুরকে নিয়ে নানা ধরনের মিমে। বেশির ভাগ মিমের বিষয়বস্তুই এক। তা হল, তৈমুর কী ভাবে ছোট ভাইকে পাপারাৎজিদের ভিড় সামলাতে শেখাবে। কারণ জন্মের পর থেকেই তাঁদের ক্যামেরার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল ‘সইফিনা’র জ্যেষ্ঠপুত্রের। এ ছাড়াও তৈমুরের জনপ্রিয়তা এবং সম্পত্তিতে ভাগ বসানোর লোক এসে গিয়েছে বলেও মজা করলেন নেটাগরিকরা। কখনও ‘হেরা ফেরি’ ছবির অক্ষয় কুমার, কখনও আবার অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’ সিরিজের মুন্না ভাইয়ার সঙ্গে তুলনা চলল সইফ-করিনার আদরের ‘টিম’-এর।

Advertisement

তবে ছোট্ট তৈমুর এ সব কিছুই জানে না। এখন সে বড় দাদা। তাই সক্কাল সক্কাল ছোট্ট ভাই এবং মাকে দেখতে পৌঁছে গিয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এর পরেই পৌঁছেছিলেন দাদু রণধীর কপূর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ছোট্ট ভাই আসার খবর শুনে ‘ভীষণ খুশি’ তৈমুর। শুধু তৈমুরই নয়, সইফ আলি খানও উচ্ছ্বসিত নতুন অতিথির আগমনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement