taimur ali khan

‘কথা’ দিয়েও এলেন না মা করিনা! কেঁদে ভাসাল তৈমুর

কিছুটা জোর করেই গাড়িতে তাকে বসিয়ে দেন ন্যানি। কিন্তু তখনও দেখা মেলেনি করিনার।

তৈমুর আলি খান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬
Share:
Advertisement

চোখের সামনে মা কে দেখতে না পেলে মন খারাপ হয় সবারই। আর সেই ‘ব্যক্তি’র বয়স যদি হয় আড়াই, তবে তাঁর কী রকম লাগতে পারে তার নিশ্চয়ই খানিকটা ধারণা করা যেতেই পারে। হোক না সে স্টারকিড, চারপাশে থাকুক না ক্যামেরার ফ্ল্যাশলাইট। মাকে দেখতে না পেয়ে তাই কান্নায় ভেঙে পড়ল ছোট্ট তৈমুর।

প্রি-খ্রিস্টমাস পার্টি ছিল। ন্যানির কোলে চেপে পার্টিতে এসেছিল ছোটে নবাব। কথা ছিল মা করিনা কপূরের সঙ্গে বাড়ি ফিরবে সে। পার্টিতে মজা করে খুশি মনেই বাড়ি ফেরার কথা তাঁর। কিন্তু হল ঠিক উল্টো। পার্টি শেষে বেরোনোর সময় মায়ের দেখা পেল না সে। আর তাতেই মুষড়ে পড়ে খুদে। ন্যানির কোলে উঠে কেঁদে কেঁদে বলতে থাকে, “মা আসছে না। মা কোথায়?” ন্যানি যতবার শান্ত করার চেষ্টা করতে থাকে, ততবারই আরও বেশি কান্নায় ভেঙে পড়তে থাকে সে।

Advertisement

কিছুটা জোর করেই গাড়িতে তাকে বসিয়ে দেন ন্যানি। কিন্তু তখনও দেখা মেলেনি করিনার। অগত্যা মাকে ছাড়াই পার্টি ছাড়তে হয় তাকে। কোথায় ছিলেন করিনা? এমনিতে তো তৈমুরকে কাছছাড়া করতে দেখা যায় না তাকে।তা হলে কী হল সেদিন? ছেলের মন খারাপ হবে জেনেও এলেন না কেন? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। ২০ ডিসেম্বর তিন বছর পূর্ণ করবে তৈমুর। তাঁর জন্মদিনের প্রস্তুতিও চলছে জোরকদমে। কিন্তু তার আগেই ছোটে নবাবকে কান্নায় ভেঙে পড়তে দেখে মন খারাপ অনুরাগীদের।

আরও পড়ুন-মারধর করতেন, বন্ধুদের সঙ্গে ‘বিশেষ ভাবে’ মিশতে জোর করতেন সুপারহিট এই বলি নায়িকার স্বামী!

Advertising
Advertising

আরও পড়ুন- প্রেমিকা মালাইকাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন অর্জুন!

দেখুন ভিডিয়ো

#taimuralikhan snapped tonight at #chritsmas party #virabhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement