Taapsee Pannu

প্রধানমন্ত্রীর বাতি জ্বালাও আবেদনে টুইট করে বিতর্কে তাপসী!

প্রধানমন্ত্রীকে কি কটাক্ষ করলেন তাপসী? কেউ লিখছেন, ‘তাপসী তোমার নতুন ছবিও ফ্লপ হবে। ইয়ে ইয়ে ইয়ে!’ কেউ লিখছেন, ‘তু জ্বালি না! তু জ্বালি!’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৪:৪৭
Share:

তাপসী পান্নু।

দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আবেদন, ৫ এপ্রিল, রবিবার রাত ৯টায় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।” প্রধানমন্ত্রীর এই আবেদনের পরই অভিনেত্রী তাপসী পান্নু টুইটে বলেন, ‘নতুন কাজ পেলাম। ইয়ে ইয়ে ইয়ে!’ তাপসীর এই টুইট মুহূর্তে ভাইরাল।

Advertisement

প্রধানমন্ত্রীকে কি কটাক্ষ করলেন তাপসী? কেউ লিখছেন, ‘তাপসী তোমার নতুন ছবিও ফ্লপ হবে। ইয়ে ইয়ে ইয়ে!’ কেউ লিখছেন, ‘তু জ্বালি না! তু জ্বালি!’

নেটাগরিকদের অনেকেই আবার সরাসরি প্রশ্ন করেছেন, তাপসী কি প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করলেন? তাপসীর তরফ থেকে কোনও জবাব আসেনি। শুধু তাপসী নয়, ভীর দাস টুইটে বলেছেন, ‘রবিবার কিন্তু ইন্ডোর শো। বাইরের দীপাবলি নয়।’ ‘থাপ্পড়’-এর পরিচালক অনুভব শর্মা বলেছেন, ‘মিস্টার মোদী যে ভাবে নিজের দেশের মানুষকে চেনেন তা আর কেউ চেনে না।

Advertisement

আরও পড়ুন- করোনার ত্রাণে শুধু টাকাই দিলেন না, খরচের জায়গাও বলে দিলেন শাহরুখ

দেখুন তাপসীর টুইট

ট্রোলে ছেয়েছে টুইটারের দেওয়াল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement