Sushmita Sen

রহমানকে 'জিজু' সম্বোধন সুস্মিতার আত্মীয়ের! বিয়ে করতে চলেছেন তাঁরা?

সুস্মিতার ভাই রাজীব সেন, দুবাইতে তাঁদের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২১:৫৬
Share:

সুস্মিতা এবং রহমান।

সম্পর্কের বয়স প্রায় ২ বছর। সুস্মিতা সেন এবং রহমান শল। তবে বিয়ে নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেননি তাঁরা। তাতে কী! ইতিমধ্যেই লোকজন ‘জিজু’ বলে ডাকতে শুরু করেছেন রহমানকে।

সুস্মিতার ভাই রাজীব সেন, দুবাইতে তাঁদের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেন। রাজীবের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী চারু আসোপা, সুস্মিতা এবং রহমান। সেখানেই দেখা গেলো, চারু রহমানকে ‘জিজু’ বলে ডেকে সম্বোধন করছেন।

Advertisement

A post shared by Rajeev Sen (@rajeevsen9)

তবে কি খুব শীঘ্রই মিস্টার এবং মিসেস হতে চলেছেন তাঁরা? সেই উত্তর যদিও এখনও অজানা।

রহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম কথা হয় সুস্মিতার। নিজের ইনবক্সে রহমানের একটি মেসেজ দেখতে পান সুস্মিতা। সেখান থেকেই শুরু কথোপকথন। তখনও তিনি ভেবে উঠতে পারেননি এ ভাবেই বয়সে ১৫ বছরের ছোট একটি ছেলের সঙ্গে তাঁর জীবনের রূপকথার সূচনা হতে চলেছে। নিন্দুকেরা বলেন, কেরিয়ারের সিঁড়ি চড়তেই সুস্মিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রহমান। তবে এ সব কথা গায়ে মাখতে রাজি নন অভিনেত্রী। নিজের দুই মেয়ে এবং রহমানকে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি।

Advertisement

আরও খবর: বছর শেষে কোথায় চললেন রণবীর-দীপিকা?

পুরনো মেজাজে পূজা, শর্ট ড্রেসে, খোলা চুলে গুঁজে নিলেন ‘গেন্দা ফুল’!​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement