‘কেন যে ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল’! রিয়াকে তীব্র আক্রমণ সুশান্তের দিদির

সংবাদ মাধ্যমে রিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুশান্তের পরিবারের দিকে সরাসরি আঙুল তুলেছেন। রিয়া দাবি করেছেন, “নিজের বাবার সঙ্গে সুশান্তের সম্পর্ক মোটেও ভাল ছিল না।” এমনকি সুশান্তের দিদিদের বার বার অভিনেতার অসুস্থতার কথা জানানো হলেও তাঁরা এড়িয়ে গিয়েছেন বলে দাবি করেছেন রিয়া। আর তাতেই ব্যাপক চটেছেন শ্বেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ১৫:৪০
Share:

শ্বেতা এবং রিয়া।

একের পর এক টুইটে রিয়া চক্রবর্তীর উপর ক্ষোভ উগরে দিলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা। কখনও লিখেছেন, ভাইয়ের সঙ্গে রিয়ার দেখা না হলেই ভাল হতো, আবার কখনও বা লিখেছেন, “ঈশ্বর তোমায় ক্ষমা করবেন না রিয়া।” শ্বেতার এই টুইট-বর্ষণের নেপথ্য কারণ, রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকার।

Advertisement

সংবাদ মাধ্যমে রিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুশান্তের পরিবারের দিকে সরাসরি আঙুল তুলেছেন। রিয়া দাবি করেছেন, “নিজের বাবার সঙ্গে সুশান্তের সম্পর্ক মোটেও ভাল ছিল না।” এমনকি সুশান্তের দিদিদের বার বার অভিনেতার অসুস্থতার কথা জানানো হলেও তাঁরা এড়িয়ে গিয়েছেন বলে দাবি করেছেন রিয়া। আর তাতেই ব্যাপক চটেছেন শ্বেতা।

Advertisement

শ্বেতা লিখেছেন, “সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তুমি ভাইয়ের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছ। তোমার কি মনে হয় ঈশ্বর তোমায় দেখছেন না? আমি ঈশ্বরে বিশ্বাস করি। তাই আমিও দেখতে চাই উনি তোমার সঙ্গে কী করেন।”

আরও পড়ুন- ভাইকে জেরা সিবিআইয়ের, বাবাকে ইডি-র, রিয়াকে খোঁচা অঙ্কিতার

এ বছর জানুয়ারি মাসে দিদির বাড়ি চণ্ডীগড়ে গিয়েও কেন দিন দু’য়েকের মধ্যে ফিরে এসেছিলেন সুশান্ত, তা তাঁর জানা নেই বলে দাবি করেন রিয়া। তাঁর কথায়, “হয়তো সুশান্তের ওখানে ভাল লাগেনি। আমি তো জানতামই না ও এত তাড়াতাড়ি ফিরে আসবে।” রিয়ার এই অভিযোগ একেবারেই মানতে চাননি শ্বেতা। বরং নায়িকার বিরুদ্ধে পাল্টা আক্রমণে গিয়ে শ্বেতা লিখেছেন, “জানুয়ারি মাসে সুশান্ত রানি দিদিকে এসওএস ফোন করে। সে সময়ই ওকে ড্রাগ দিচ্ছিল রিয়া। ও দিদির বাড়ি আসার পরেই রিয়া দু’দিনে কমপক্ষে ২৫ বার ফোন করে। কেন? কিসের এত তাড়া ছিল রিয়ার?”

সুশান্তের পরিবারের দিকে আঙুল তুলে রিয়া বলেন, “আমি তো ভালবাসতাম আপনাদের বাড়ির ছেলেকে। ওর দেখাশোনা করতাম। মেনে নিচ্ছি সুশান্তের গার্লফ্রেন্ড হিসেবে আমাকে আপনাদের পছন্দ নয়। কিন্তু ও তো আমাকে ভালবাসত। সেটাকে অন্তত সম্মান দিন। আপনাদের কোনও মনুষ্যত্ব নেই?”

টুইটে এ কথারও উত্তর দেন শ্বেতা। তাঁর দাবি, ভাইয়ের অসুস্থতার খবর শুনেই তিনি তড়িঘড়ি বিদেশ থেকে দিদির বাড়ি আসেন। কিন্তু রিয়ার চাপে সুশান্ত চণ্ডীগড়ে রানি দিদির বাড়ি থেকে আবার মুম্বই ফিরে আসেন। “ভাইয়ের সঙ্গে কেন এই মেয়ের দেখা হয়েছিল? ক্রমাগত মাদক দেওয়া, ভাইকে বার বার বোঝানো যে ও ভাল নেই... ডাক্তারের কাছে নিয়ে যাওয়া... কী এ সব? ইউ আর সো ডান রিয়া। তুমি শেষ”— টুইটে লিখেছেন শ্বেতা।

এ সবের মধ্যেই আজ রিয়াকে ডেকে পাঠিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement