Rhea Chakraborty

মিথ্যা বয়ান প্রতিবেশীর, জেল থেকে বেরিয়ে পদক্ষেপ রিয়ার

প্রায় এক মাস জেলে থাকার পর গত ৭ অক্টোবর মাদক মামলায় রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ২১:২৯
Share:

—ফাইল চিত্র।

সংবাদমাধ্যমে মিথ্যা বয়ান দিয়েছেন প্রতিবেশী। তা নিয়ে পদক্ষেপ করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীসুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে চিঠি লিখে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘মিথ্যা বয়ান দিয়ে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন ওই প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

Advertisement

গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই থেকে গত চার মাস ধরে তাঁর বান্ধবী রিয়াকে নিয়ে টানাপড়েন চলছে। সুশান্তের পরিবারের অভিযোগ, রিয়াই তাঁদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তাঁর টাকাপয়সা নয়ছয় করেছেন। তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত তার কোনও হদিশ না পেলেও রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন নেটাগরিকরা।

তার মধ্যেই সম্প্রতি সংবাদমাধ্যমে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানি জানান, ১৩ জুন রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যান সুশান্ত। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সে কথা জানতে পেরেছেন তিনি। যদিও তার আগে রিয়া নিজে জানিয়েছিলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন সুশান্ত। সেই মতো নিজের বাড়ি ফিরে যান তিনি। তার পর আর দু’জনের মধ্যে দেখাসাক্ষাৎ হয়নি।

Advertisement

সিবিআইকে লেখা রিয়ার চিঠি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

আরও পড়ুন: মহাসঙ্কটে সৌমিত্র, পুরনো ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুস-মস্তিষ্কেও​

তাই ওই প্রতিবেশীর মন্তব্যে নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রশ্ন ওঠে, তা হলে কি রিয়া মিথ্যা বলছেন? কিন্তু রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিবিআইয়ের জেরার মুখে ভেঙে পড়েন ডিম্পল নামের ওই মহিলা। গোয়েন্দাদের তিনি জানান, রিয়া ও সুশান্তকে কখনও একসঙ্গে দেখেননি। ১৩ জুন রিয়াকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন সুশান্ত, এ কথা কে তাঁকে বলেছেন জানতে চাইলে, সিবিআইকে তার জবাবও দিতে পারেননি তিনি। বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে তাঁকে সতর্ক করেন গোয়েন্দারা।

তার পরেই সোমবার সিবিআইকে চিঠি লেখেন রিয়া। তিনি লেখেন, ‘তদন্ত বিপথে চালিত করতে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন ওই মহিলা যা কিনা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ২০৩ (ভুয়ো তথ্য প্রদান), ২১১ (কারও ক্ষতিসাধনের উদ্দেশে মিথ্যে অভিযোগ আনা) ধারা অনুসারে অপরাধযোগ্য।’

আরও পড়ুন: বিয়ে ভাঙতে চেয়েছিলেন মানসিক নির্যাতনে! সেই স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মাতলেন ‘শ্যামা’​

প্রায় এক মাস জেলে থাকার পর গত ৭ অক্টোবর মাদক মামলায় রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। জেলে যাওয়ার আগে নিজের টি-শার্টে পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন রিয়া। তার পর এই প্রথম যাবতীয় অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement