Sunny Leone

অনেক কিছু পারলেও এই কাজটি একেবারেই পারেন না সানি লিওনি, খুঁজছেন শিক্ষক!

মজাদার পোস্ট নিয়ে এলেন সানি। অনেক ক্ষণ ধরে চেষ্টা করেও হল না, নিজের ব্যর্থতার সেই মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিলেন। তার পরই আর্জি, কেউ কি শেখাবেন তাঁকে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫৩
Share:

কেউ কি শেখাবেন তাঁকে এই দুরূহ কাজটি? ছবি-সংগৃহীত

কত কিছুই করেছেন এক জীবনে। এখনও প্রতি দিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সানি লিওনির অভিধানে ‘অসম্ভব’ বলে কিছুই নেই। কিন্তু একটি কাজ যে কিছুতেই বাগে আনতে পারছেন না! কী সেটি? সোমবার দুপুরে তা নিয়েই সরগরম টুইটার।

Advertisement

দেখা যায়, বিশাল এক শঙ্খ হাতে নিয়ে বাজানোর চেষ্টা করছেন সানি। সন্ধ্যা নেমেছে। শাঁখে ফুঁ দেওয়ার সেই তো মাহেন্দ্রক্ষণ। এ দিকে কাজটি যে এত শক্ত, সে নিয়ে কোনও ধারণা ছিল না সানির। ফুঁ দিয়েই যাচ্ছেন, তাতে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। আশপাশে যাঁরা আছেন, তাঁদের দমফাটা হাসি শোনা যাচ্ছে। সানি নিজেও হেসে খুন। কিন্তু বলছেন, “হাসছ কেন তোমরা? এত হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারব।” কিন্তু আরও ক’বার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। বললেন, “নাহ্, আমার দ্বারা হল না। শিখতে হবে ব্যাপারটা।”

গোটা ঘটনাটি ভিডিয়ো করা হয়েছে সমুদ্রের পাড়ে। অন্ধকারেও সানির পিছনে সৈকতের আভাস। রিসর্টের বারান্দায় দাঁড়িয়েই এই সব কাণ্ড করছিলেন সানি। আর তাঁকে ঘিরে ক্যামেরার ও পারে বাকিরা। সেই মুহূর্ত ভাগ করে নিলেন সবার সঙ্গে। সানি সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “যেমনটা ভেবেছিলাম হল না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি এক দিন না এক দিন ঠিক পারব।”

Advertisement

ভিডিয়োর নীচে অনেকেই শাঁখ বাজানোর সব কৌশল বর্ণনা করে গিয়েছেন। তবু হাতেকলমেই যে শিখতে চাইছেন সানি, সে নিয়ে সন্দেহ নেই। কেউ কি শেখাবেন তাঁকে এই দুরূহ কাজটি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement