Sudipa Chatterjee

হাসপাতালে সুদীপার ছেলে, রক্তক্ষয় হয়েছে অনেকটা, হঠাৎ কী হল আদিদেবের?

নতুন বছরের শুরুতেই মাকে হারিয়েছেন সুদীপা। এ বার ফের বিপদ। হাসপাতালে ছুটতে হল ছেলেকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৪
Share:

ছেলে আদিদেবের সঙ্গে সুদীপা। ছবি: সংগৃহীত।

গত বছর থেকে একের পর এক বিপদের মুখে পড়ছেন সুদীপা চট্টোপাধ্যায়। কখনও তাঁর স্বামীর অসুস্থতা, কখনও আবার প্রিয় পোষ্যের বিয়োগ-বেদনা। নতুন বছরের শুরুতেই হারিয়েছেন মাকে। এ বার ফের বিপদ। হাসপাতালে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়।

Advertisement

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীর ছেলেকে। আদিদেবের ছবি দিয়ে অভিনেত্রী জানান, মঙ্গলবার রাতে কুকুরের কামড়ে আহত হয় ছেলে। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকদের শুশ্রূষায় সেরে উঠেছে সুদীপার ছেলে। স্বস্তি পেতেই অভিনেত্রী লেখেন, “হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। সকলের সহযোগিতায় আমাদের রাজপুত্রকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।’’

সম্প্রতি স্বামী অগ্নিদেবের জন্মদিনে স্বামীর সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছাবার্তা দেন। তার দিন কয়েকের মধ্যেই অঘটন চট্টোপাধ্যায় পরিবারে।

Advertisement

প্রসঙ্গত, ‘রান্নাঘর’ অনুষ্ঠানটি শেষ হয়েছে বেশ অনেক দিন হল। আপাতত নিজের শাড়ি, আচারের ব্যবসা নিয়ে ব্যস্ত সুদীপা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement