Subhashree Ganguly

শুভশ্রীর পাশে ওই সদ্যোজাত শিশুটি কে!

কার বাচ্চা ওটি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ২১:১৫
Share:

সদ্যোজাত-র সঙ্গে শুভশ্রী। ছবি-ইনস্টাগ্রাম।

বেবি কট-এ উঁকি দিচ্ছে সদ্য পৃথিবীর আলো দেখা ফুটফুটে এক বাচ্চা। চাদরের বাইরের বেরিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট হাত-পা। পাশে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী স্কাই ব্লু পোশাকে। হাতে আবার বেলুনে লেখা রয়েছে ‘ইটস আ গার্ল’!

Advertisement

কার বাচ্চা ওটি? জানা গেল নায়িকার পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না রিমা তুমি মা হয়ে গেলে। খুব ভালবাসি তোমাকে। অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট পরীকে পৃথিবীতে আনার জন্য।’

কিন্তু কে এই রিমা দত্ত? তাঁর সন্তান জন্ম নেওয়াতে এতই বা খুশি দেখাচ্ছে কেন নায়িকাকে? রিমার ইনস্টাগ্রাম থেকে জানা গেল, শুভশ্রী এবং রিমা দু’জনেই অন্তরঙ্গ বন্ধু। রিমার ফেসবুক পোস্ট জুড়েই শুধুই রাজ-শুভশ্রীর ছবি। নায়িকার জন্মদিন থেকে বিয়ে সব কিছুতেই হাজির থাকেন রিমা। ওই যে কথায় বলে না, ‘হরিহর আত্মা’, খানিকটা সেরকমই। বেস্টফ্রেন্ডের জীবনে এসেছে ‘সুখবর’, তাই খুশিতে ভেসেছেন নায়িকাও।

Advertisement

আরও পড়ুন-বিরাটের আলমারি থেকে টি-শার্ট ধার করে পরি: অনুষ্কা

দেখে নিন শুভশ্রীর সেই পোস্ট

Congratulations my love @rima1831 can’t believe you became mother . I love you, thank you for giving us our lil angel 👼 @adriandutta

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আরপ পড়ুন-‘তুমি আমায় রক্ষা করেছিলে’, দত্তক প্রসঙ্গে আবেগঘন পোস্ট সুস্মিতার দশ বছরের মেয়ে আলিশার

শুভশ্রীর সর্বশেষ ছবি ‘পরিণীতা’। পরিচালনায় ছিলেন স্বামী রাজ চক্রবর্তী। সেই ছবি বক্স অফিসে বেশ ভালই লাভ করেছিল। তাঁর পরের ছবি ‘ধর্মযুদ্ধ’-তেও পরিচালকের ভূমিকায় থাকবেন রাজ। এ ছাড়াও ওই ছবিতে থাকবেন ঋত্বিক চক্রবর্তী, সোহম প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement