শুভশ্রীর সঙ্গে ইউভান।
আচমকা ধেয়ে আসা অতিমারি বুঝিয়ে দিয়েছে মানুষের জীবনে প্রকৃতির গুরুত্ব কতখানি। আগের থেকে সচেতন হয়েছেন অনেকেই। বিভিন্ন ভাবে সেই সচেতনতা তাঁরা ব্যক্ত করছেন নেটমাধ্যমে। সেই তালিকায় সংযোজিত হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নামও। করোনা হানা দিয়েছিল তাঁর পরিবারে। গত বছর এই ভাইরাস বাসা বেঁধেছিল অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তীর শরীরে। দিন কয়েক আগে আক্রান্ত হয়েছিলেন তিনি নিজেও। তবে দুঃসময় কেটেছে। পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা বার বার দেখে নিতে হচ্ছে না আর। বরং সুস্থ হয়ে পরিবেশের আরও কাছাকাছি অভিনেত্রী। ৫ জুন, রাষ্ট্রপুঞ্জ ঘোষিত বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতিকে রক্ষা করার অঙ্গীকার নিলেন তিনি। সঙ্গী হল পুত্র ইউভানও।
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি দিয়েছেন রাজ-পত্নী। দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে বাড়ির বাগানে সযত্নে চারাগাছ পুঁতছেন তিনি। তার পরে ইউভানের ছোট্ট হাত দিয়েই সেই চারাগাছে জল ঢাললেন অভিনেত্রী। ছবি দিয়ে লিখলেন, ‘আজ বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি মাকে রক্ষা করার শপথ নেওয়া যাক’।
শৈশব থেকেই প্রকৃতি সম্পর্কে ইউভানকে তাঁর সচেতন করার চেষ্টা দেখে আপ্লুত নেটাগরিকরা। শুভশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।